Gift idea

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য উপহার আইডিয়া: Gift idea

Direct Donate to Palestine Embassy, Dhaka

বিশ্ববিদ্যালয়ের ব্যস্ত ও চ্যালেঞ্জিং জীবনে ভালো একটি উপহার স্টুডেন্ট লাইফ আরো সহজ করে দিতে পারে। উপহার নির্বাচনের সময় এমন কিছু মাথায় রাখতে হবে, যা তাদের দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় এবং তা যেন শিক্ষার্থীদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলে। এখানে এমন কিছু উপহার আইডিয়া তুলে ধরা হলো যা একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পেলে খুশি হবে।

Gift NamePrice Range (BDT)Price
Backpack৳500 - ৳5,000Check Price
Study Chair৳1,500 - ৳18,500Check Price
Diary and Notebook৳100 - ৳3,500Check Price
Coffee Makers৳700 - ৳10,000Check Price
Bookshelf৳900 - ৳20,500Check Price
Headphone৳200 - ৳10,000Check Price
Desk Organizer৳100 - ৳2,000Check Price
Sports Shoe৳800 - ৳10,000Check Price
Fitness Tracker৳3,000 - ৳3,600Check Price
E-reader৳12,000 - ৳1,15,000Check Price

স্টাইলিশ এবং টেকসই ব্যাকপ্যাক

বলা যায় ব্যাকপ্যাক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর নিত্য সঙ্গী। এটি শুধু প্রয়োজনীয় নোটবুক, বই বহনের জন্যই নয় বরং প্রয়োজনীয় সকল শিক্ষা সামগ্রী সহ প্রয়োজনীয় জিনিসপত্র বহনে সাহায্য করে। একটি টেকসই, ওয়াটারপ্রুফ এবং আরামদায়ক ব্যাকপ্যাক দীর্ঘ সময় ব্যবহার করা যায়। বিশেষ করে চার্জিং পোর্ট ও ল্যাপটপ বহনের জন্য আলাদা স্লট থাকলে এটি শিক্ষার্থীদের ব্যস্ততম জীবনকে আরো সহজ করে তুলবে।

আরামদায়ক স্টাডি চেয়ার ও ডেস্ক

ঘন্টার পর ঘন্টা পড়াশোনা করার জন্য একটি আরামদায়ক চেয়ার এবং ডেস্ক যেকোন শিক্ষার্থীর জন্য অপরিহার্য। চেয়ারে বসে যদি অস্বস্তি না হয় তাহলে পড়াশুনায় দীর্ঘ সময় মনোযোগ ধরে রাখা যায়। চেয়ার পছন্দ করার সময় খেয়াল রাখতে হবে তা যেন ইচ্ছা মতো ছোট বড় করা যায়। এটি শিক্ষার্থীর পড়ার পরিবেশ আরো উন্নতি করে এবং সু-স্বাস্থ্যের জন্য ইতিবাচক প্রভাব ফেলে।

ভালো মানের নোটবুক ও কলম সেট

পড়াশোনার জন্য নোটবুক ও কলম অত্যাবশ্যকীয় এক উপাদান। ভালো মানের নোটবুক ও কলম শিক্ষার্থীদের দৈনন্দিন নোট তৈরীতে উৎসাহ প্রদান করে। এই ধরনের উপহার শিক্ষার্থীর পড়ালেখার প্রতি আরো উৎসাহী করে তুলেতে পারে।

কফি মেকার বা থার্মার মগ

ক্লান্তি দূর করার জন্য কফি দুর্দান্ত উপকরণ। শিক্ষার্থীর সারাদিনের ক্লান্তি দূর করতে কফি বিশেষ ভূমিকা পালন করে। একটি কফি মেকার শিক্ষার্থীর কফি খাওয়ার সময় বাঁচাতে পারে এবং দীর্ঘসময় কফি বা পানি গরম রাখার জন্য থার্মাল মগ আদর্শ উপহার হতে পারে।  

বুকশেলফ বা বুক স্ট্যান্ড

শিক্ষার্থী যদি বইপ্রেমী হয় তবে তার জন্য একটি সুন্দর বুক সেলফ এবং বুক স্ট্যান্ড হতে পারে অসাধারণ একটি উপহার। এটি শুধু বই রাখার জন্য নয়, পড়াশোনার পরিবেশের মান বৃদ্ধি করতেও বুকশেলফ ভালো ভূমিকা রাখে।

 মানসম্মত হেডফোন

করোনা পরবর্তী সময়ে অনলাইন ক্লাস ও বিভিন্ন লেকচার আমাদের নিত্যসঙ্গী হয়ে উঠেছে। একটি ভালো মানের হেডফোন ( নয়েজ ক্যান্সেলিং ফিচারযুক্ত) শিক্ষার্থীদের জন্য বিশেষ এক উপর হতে পারে। এটি ব্যস্ততম পরিবেশেও শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখতে সাহায্য করে।  এছাড়াও বিনোদনের জন্য এটি ব্যবহারযোগ্য হতে পারে।  

মাল্টিফাংশনাল ডেস্ক অর্গানাইজার

পড়ার টেবিল যদি অগোছালো হয়ে থাকে সেখানে শিক্ষার্থীর জন্য মনোযোগ ধরে রাখা কষ্টসাধ্য হয়। একটি গোছানো পরিবেশ শিক্ষার মান বৃদ্ধি ও মনোযোগ ধরে রাখতে সাহায্য করে। একটি সুন্দর ডেস্ক অর্গানাইজার কলম, নোটবুক ও অন্যান্য সকল শিক্ষা সরঞ্জাম সাজিয়ে রাখতে সাহায্য করে যা পড়াশোনার সময় সুশৃঙ্খল পরিবেশ তৈরী করে।

মানসম্মত স্পোর্টস জুতা

বিশ্ববিদ্যালয়ের ব্যস্ততম জীবনে হাঁটাচলা ও শরীরচর্চার জন্য একটি আরামদায়ক স্পোর্টস জুতা শিক্ষার্থীর সব সময় দরকার হয়। একটি আরামদায়ক ও টেকসই জুতা তাদের শরীরচর্চায় সক্রিয় রাখে। তাই ভাবনাচিন্দা ছাড়াই উপহার হিসেবে স্পোর্টস সু বা স্নিকার পছন্দ করতে পারেন।

ফিটনেস ট্র্যাকার

শিক্ষার্থীর শারীরিক সুস্থতা বজায় রাখার জন্য এটি অন্তত গুরুত্বপূর্ণ। ফিটনেস ট্র্যাকার তাদের প্রতিদিনের কার্যকলাপ পর্যবেক্ষণ করে থাকে। যা সুস্বাস্থ্য বজায় রাখার জন্য অন্তত সহায়ক ভূমিকা পালন করে।

ই-বুক রিডার

যেসব শিক্ষার্থীরা বই পড়তে পছন্দ করেন তাদের জন্য ই-বুক রিডার সেরা উপহার হতে পারে। একসাথে হাজার হাজার বই একটি ডিভাইসে যা কয়েক বছর আগেও কল্পনা করা যেত না। ই-বুকে বইয়ের দাম ফিজিক্যাল বইয়ের তুলনায় অনেক কম হয় সেই সাথে ভারী ভারী বই বহন করার কোন ঝামেলা থাকে না।

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য উপরোক্ত উপহারগুলো তাদের দৈনন্দিন জীবনকে সহজ করে তুলবে এবং তা ভবিষ্যতের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে।

বিশ্ববিদ্যালয়ে প্রবেশের মধ্য দিয়ে প্রতিটি শিক্ষার্থীর নতুন এক অধ্যায়ের সূচনা হয়। এখানে শুধু পড়াশোনার জগতের প্রবেশ নয় এর পাশাপাশি স্বাবলম্বী হওয়া, জীবনের দায়িত্ব বুঝে নেওয়া এবং ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করার জন্য বিশ্ববিদ্যালয় এক মুক্ত মঞ্চ। তবে এই স্বাধীনতা নিয়ে আসে নানা চ্যালেঞ্জ। ক্লাসের ব্যস্ততা, অ্যাসাইনমেন্ট, পরীক্ষা ও ভবিষ্যৎ পরিকল্পনার মানসিক চাপের ভারসাম্য বজায় রাখা শিক্ষার্থীদের জন্য কঠিন হয়ে পরে।

লেখকঃ হৃদয় পান্ডে
ফেসবুকঃ https://fb.com/hridoypanday4444
ই-মেইলঃ hridoypandey333@gmail.com
সম্পাদনাঃ আবাজ টিম

Back to top button