১ থেকে ৪ বছরGift idea

নবজাতকের জন্য উপহার আইডিয়া: Newborn Baby Gift idea

কাছের মানুষদের ঘর আলোকিত করে যে নবজাতক শিশুর জন্ম হয় তাকে গিফট করার জন্য ব্যস্ত হয়ে পড়ি। মাথায় ঘুরপাক শুরু হয় তার জন্য কি কিনবো ভেবে। আপনার সেই ঘুরপাক চিন্তার অবসর দিতে এই আর্টিকেলটি সাজানো হয়েছে। যে প্রডাক্ট গুলো আমাদের মনে হয়েছে একবারে অথেনটিক সেগুলোর লিংক শেয়ার করার চেষ্টা করেছি।

ইউরিন ম্যাট

ইউরিন ম্যাট বেবিদের জন্য খুব প্রয়োজনীয়। অনেক মা বাবা বেবিকে ডায়পার পরানো পছন্দ করেন না,তারা বেবিকে ডায়পার পরানো বেবির জন্য অস্বস্তিকর মনে করে।তাদের জন্য দারুণ উপকারী ইউরিন ম্যাট। বিছানায় ইউরিন ম্যাট বিছিয়ে তার উপর কাথাঁ দিয়ে বেবিকে শোয়ানো হলে ম্যাট্রেস/তোষক ভিজে যাওয়ার আর কোন সম্ভাবনা থাকে না। আবার বাচ্চাকে কোলে নেওয়ার সময় ইউরিন-ম্যাট দিয়ে নিলে জামা কাপড় ভিজে যাওয়ার সম্ভাবনা থাকে না। ভালো মানের ইউরিন ম্যাটের মূল্য দেখুন

ডায়াপার র‍্যাশ ক্রিম

ছোট্ট বাবুর যত্নে ডায়াপার র‍্যাশ ক্রিম গিফট করতে পারেন। এই ক্রিমগুলি ত্বকের উপর একটি প্রতিরোধী পরত তৈরি করে যা পানি, পায়খানা, বা অন্য কোনো ক্ষতিকারক জিনিস থেকে ত্বককে রক্ষা করে। এই ক্রিমগুলি ত্বকের শুকনো ও সুস্থ রাখে, র‍্যাশ নিরাময় করে, ও ত্বকের সংক্রমণ প্রতিরোধ করে। বাচ্চাকে গিফট করার জন্য র‍্যাশ ক্রীম পাবেন এখানে ।

বেবি নেইল কাটার

বাচ্চাদের হাতের আঙুলের সীমা বরাবর নখ কাটা উচিত। নবজাতকের হাতের নখ দ্রুত বৃদ্ধি পেলেও পায়ের নখ বাড়তে সময় লাগে। সে ক্ষেত্রে সপ্তাহে একবার বাচ্চাদের হাতের নখ এবং মাসে একবার পায়ের নখ কাটা যেতে পারে। বাচ্চাদের নখ কাটার সময় যেন ব্যথা বা ক্ষত না হয় এজন্য বেবি নেইল কাটার ব্যবহার করা প্রয়োজন। কাটার জন্য কিছু জিনিস পাশে রাখা উচিত। বাচ্চাদের নেইলের যত্ন নেওয়ার মতো খুব ভালো কিছু জিনিস এখানে দেখতে পারেন

বেবি ব্লাংকেট

বেবি ব্লাংকেট
বেবি ব্লাংকেট

সাধারণত বাচ্চাদের গায়ে কম্বল এবং কাথা দিয়ে রাখলে, হাত পা ছড়াছড়ি করলে গা থেকে কাথা বা কোম্বল সরে যায়। কিন্তু ব্লাংকেট টা ব্যবহার করলে সরে যাবার কোনো টেনশন নাই। তাই আপনার নবজাতকের সুরক্ষার জন্য আজই নিয়ে নিন বেবি ব্লাংকেট।

ওয়েট ওয়াইপস

বেবি ওয়াইপগুলি মূলত ভেজা ওয়াইপ, যা টিস্যু বা কাপড়ের মতো উপাদানে তৈরি একটি ছোট বা মাঝারি আকারের ভেজা টুকরো এবং সুবিধার জন্য ভাঁজ করা ও আলাদা-আলাদাভাবে মোড়ানো অবস্থায় থাকে। ভালো মানের কিছু ওয়াইপ পাবেন এখানে

বাচ্চাদের তোয়ালে

সকল বাচ্চাদের জন্য উন্নত মানের ফেব্রিকসে তৈরি সফট তোয়ালের দরকার হয়। বাচ্চাদের কোমলমতি ত্বক গোসলের পর মুছানো ও ঘুম আরামদায়ক করতে বেবি তোয়ালের খুব দরকার। ভালো মানের তোয়ালে হতে পারে বাচ্চাদের জন্য আদর্শ উপহার। এটি বহুদিন ঐ পরিবারকে আপনার উপহারের কথা মনে করাবে।

বাচ্চাদের ফিডার

গিফটের জন্য ফিডার কেনার আগে আপনাকে একটু সতর্কতার সাথে কিনতে হবে। সাধারণ মানের ফিডার কেনা থেকে বিরত থাকুন। সাধারণত, সস্তা ফিডার গুলোর উপকরণে BPA থাকে যা দুধের মান নষ্ট করে খাবারকে বিষাক্ত করে ফেলে যা আমরা বুঝতে পারিনা। কারণ বাচ্চাদের জন্য ভালো কোয়ালিটির ফিডার বাছাই করা খুব জরুরি।

এছাড়াও ছোট্ট শিশুর জন্য আরো কিছু উপহার আইডিয়া নিচে লিস্ট আকারে দেওয়া হলো-

  • জামাকাপড়
  • শিশুর ডায়পার
  • নরম চিরুনি ও ব্রাশ
  • বাথ টাব অথবা গোসল করানোর জন্য গামলা
  • বটল ক্লিনার
  • ক্লিনিং ব্রাশ
  • মশারি
  • ছোট কাঁথা
  • দোলনা
  • শিশুর ক্যারিয়ার
  • Digital tharmometar
  • Nose frida
  • Toy busket
  • Baby monitor
  • Rocking chair
  • রূপোর গহনা
  • শিশুর ঘর সাজানোর জিনিস
  • শিশুর স্কিনকেয়ার পণ্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button