Book Reviews

টাইম ম্যানেজমেন্ট উইথ ইসলাম বই রিভিউ: আহমেদ ফারুক

বই পড়ার পর বইয়ের রিভিউ লেখার অভ্যাস করার চেষ্টা করছি। ফলে বইটি পড়ার সময় আমি আরো বেশি মনোযোগী হতে পারবো ও অন্য অনেকেই বইটি পড়ার প্রতি আকৃষ্ট হবেন।

বইয়ের নামঃ টাইম ম্যানেজমেন্ট উইথ ইসলাম
লেখকঃ আহমেদ ফারুক
বইটি পড়ার পরে আমার মনে হয়েছে যে, আপনি বই পড়ুয়া হন বা না হন এই বইটি একবার হলেও আপনার ভালোভাবে পড়া উচিৎ। কুরআন, হাদিস ও বিখ্যাত সাহিত্যিকদের বলা বাস্তব জীবনের দরকারী আলোচনা আহমেদ ফারুক এর টাইম ম্যানেজমেন্ট উইথ ইসলাম বই এ উঠে এসেছে।

এতো ছোট বইয়ের মধ্যে লেখক একটা কমপ্লিট প্যাকেজ সাজানোর আপ্রাণ চেষ্টা করেছেন বলে আমার মনে হয়েছে। বইটি পড়ার পর লেখকের চিন্তা ও গবেষণার গভীরতায় মুগ্ধ না হয়ে পারবেন না। প্রত্যেক সচেতন মানুষকে বইটির প্রতিটি পৃষ্ঠা গুরুত্ব দিয়ে পড়া উচিৎ বলে রিকমেন্ড করছি।

অমাদের পরিবার বা সমাজে কিছু মানুষ আছে যারা বিভিন্ন ভাবে আপনাকে অকঙ্কিত করে। আপনার মনের অজান্তের তারা অদ্ভুতভেবে আপনাকে নিয়ন্ত্রণ করে যা বইটির মধ্যে লেখক তুলে ধরেছেন। একজন মানুষের বিশ্বাস ও বাস্তবতার সাথে তা কতটুকু সংগত বুঝতে হলেও বইটি পড়া উচিৎ।

টাইম ম্যানেজমেন্ট উইথ ইসলাম বইয়ের লিংক

অপনি কি পারেন আর কি পারেন না এগুলোর ম্যানেজমেন্টই বা কিভাবে করবেন সেই ব্যাপার গুলোও বইটির মধ্যে উঠে এসেছে। বহু মানুষের স্বপ্ন নষ্ট হয়েছে শুধু একটি কথা ভেবে আর তা হলো পাছে লোকে কিছু বলে মনে করে। এই অন্ধ খাঁচা থেকে বের হতে বইটি আপনাকে সাহায্য করতে পারে।

নিজের সাথে নিজেকে তুলনা করার জন্য অসাধারণ বই। মানুষ হিসেবে আমাদের সময় ব্যবস্থাপনা কেন ও কেমন হওয়া উচিত তা উপলব্ধি করা সহজ হবে। এক কথায় আত্ম উন্নয়নমূলক বই হিসেবে প্রত্যেক বিবেকবান মানুষের পড়া উচিৎ।

পাঠক হিসেবে আমার কাছে বইয়ের যেখানে অসংগতি

এতো কিছুর মধ্যে পড়তে পড়তে অনেক জায়গায় বানান ও কিছু টপিকের আলোচনায় মনে হয়েছে বইটি প্রকাশ করার জন্য লেখক ও প্রকাশক বেশ তাড়াহুড়া করেছেন। যেগুলো ওভারকাম করা গেলে পাঠক মনে বইটি অরো বেশি দাগ কাটতে পারতে।

টাইম ম্যানেজমেন্ট উইথ ইসলাম বইয়ের লিংক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button