Book Reviews

কালের বিবর্তনে ফিলিস্তিনের ইতিহাস বই রিভিউ

বই পড়ার পর বইয়ের রিভিউ লেখার অভ্যাস করার চেষ্টা করছি। এর ফলে বইটি পড়ার সময় নিজের মনোযোগ বাড়বে এবং অন্য কেউ এই রিভিউ পড়ে বইটি পড়া শুরু করতে পারে।

বইয়ের নামঃ কালের বিবর্তনে ফিলিস্তিনের ইতিহাস
লেখকঃ ড. রাগিব সারজানী
বাংলা অনুবাদক: আবদুর রহমান আযহারী

ফিলিস্তিন সম্পর্কে ভালো ভাবে জানার ইচ্ছা থেকেই বইটি পড়া শুরু করেছিলাম। বইটি পড়ার মাধ্যমে ফিলিস্তিন সম্পর্কে ভালো একটা ওভারভিউ পেয়েছি। সেই প্রস্তর যুগ থেকে শুরু করে উনিশ শতকের মাঝামাঝি সময় পর্যন্ত নানা ঘটনা বইয়ে উঠে এসেছে। এই ভূখণ্ড’কে কেন্দ্র করে কত রথি মহারথি লড়াই হয়েছে তার ধারণা আগে ছিল না।

এই ভূখণ্ডের সাথে জড়িয়ে আছে মূসা (আঃ), রয়েছে ইসলামের খলিফা হযরত উমর (রাঃ) এর নাম সহ আরো কত শাসক, সেনাপতি, বীরদের নাম।

একটা রিফিউজি দলকে এই ফিলিস্তিনে পাঠিয়ে দীর্ঘমেয়াদি ও সুক্ষ পরিকল্পনার মাধ্যমে কিভাবে একটু একটু করে এই ভূমি দখল হয়েছে সেই বিষয়গুলো বইটির মধ্যে লেখক তুলে ধরার চেষ্টা করেছেন। যে নীল নকশার বাস্তবায়নে আরবলীগের বড় ভূমিকা ছিল বলে মনে হয়েছে। ব্যক্তিগত ক্ষমতা ও অর্থের লোভে মুসলিমরাও পবিত্র এই ভূমি গ্রাসে ইহুদীদের সাহায্য করে গেছে।

আর পশ্চিমাদের সাথে ইহুদীর সখ্যতা অতি পুরোনো যা বইটি পড়ে বুঝতে পারলাম। তারা এই ভূমিতে ইহুদীদের প্রবেশ করানো থেকে শুরু করে তাদের অবস্থান শক্ত পোক্ত করার জন্য একবারে শুরু থেকেই লেগে আছে। যাদের কোন ভূমিই ছিলো না সেই তারা পশ্চিমাদের অর্থায়নে দিনে দিন ফিলিস্তিনের ভূমির মালিক হতে শুরু করে। একটা সময় যাদের এখানে জমির মালিক হওয়ারই বৈধ্যতা ছিলনা সেই তারা সময়ের পরিক্রমায় ফিলিস্তিনের প্রায় পুরোটা অংশ গিলে ফেলেছে।

বইটি পড়ে এতটুকু বিষয় নিশ্চিত হতে পেরেছি যে, ফিলিস্তিন ও ইসরাঈলের দ্বন্দের মধ্যে এই ভূমি সিমাবদ্ধ নয়। এই ভূমিকে কেন্দ্র করে বিশ্ব রাজনীতির প্রচণ্ড প্রভাব রয়েছে। এর পিছনে কাজ করে এই ভূমির ভৌগলিক অবস্থান, একই সাথে মুসলিম, খৃষ্টান ও ইহুদীদের ধর্মীয় অনুভূতিও। কারণ সবার কাছে এই ভূমি পবিত্র ও যার যার অবস্থান থেকে তারা ভাবে এক সময় এই ভূমি তাদের তীর্থস্থান ছিল। কিন্তু প্রকৃতপক্ষে এই ভূমি মুসলিমদেরই যা বইয়ে লেখক প্রমাণ করেছেন।

ইতিহাস পড়তে যাদের ভালো লাগে না বইটি তাদের জন্য মাঝে মাঝে রুচিতে ছেদ ফেলতে পারে। তবে বলা বাহুল্য বইটি আপনাকে ফিলিস্তিন সম্পর্কে ভালো একটা ওভারভিউ দিবে।

বইটি পাবেন এখানে

আমাদের লেখা সকল বইয়ের রিভিউ দেখতে এখানে যান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button