চাকরির পড়াশুনার অ্যাপ: এন্ড্রয়েড মোবাইল অ্যাপ
অনেক সময় জার্নিতে কিংবা কোথাও একটু অতিরিক্ত সময় পেলে যদি একটু পড়াশুনা চর্চা করা যায় তাতে দোষের কিছু নেই। JOB Solution অ্যাপটি এমন ভাবে তৈরি করা হয়েছে যেখানে একজন চাকরি প্রত্যাশী নিজের ১ মিনিট সময়ও পড়ার সাথে ব্যয় করতে পারবেন। তাছাড়া এর মাধ্যমে দূরের বন্ধুদের সাথে গ্রুপ স্টাডি ও কম্পিটিশন করা যাবে। প্রতিদিনের টপ পড়ুয়ার সাথে সাথে প্রত্যেক মাসের টপ স্কোরার হওয়ার সুযোগ। আর সেজন্য মোবাইল অ্যাপ আমাদের সাহায্য করতে পারে। বিগত সালের চাকরির পরীক্ষায় আসা প্রশ্ন অধ্যায়ন ও টেস্ট দেওয়া যায় এমন একটি অ্যাপ শেয়ার করলাম আপনার কাজে লাগতে পারে। ধরুন আপনি বাস বা সিএনজিতে 10 মিনিটের ট্রাভেল করছেন। এমন সময় নিজের টাইমটা কিভাবে কাটানো যায় তা ভাবতে থাকেন JOB Solution অ্যাপটি আপনার কাছে থাকলে এই ১০ মিনিটে আপনি ৪০টি প্রশ্নোত্তর পড়ে নিতে পারছেন।
JOB Solution অ্যাপে কোন কোন চাকরির প্রশ্ন ও সমাধান আছে?
অ্যাপটিতে রয়েছে বিগত সালের উল্লেখযোগ্য সকল চাকরির প্রশ্ন ও সমাধান। তাছাড়া প্রশ্ন ও উত্তর সাথে ইনস্ট্যান্ট মডেল টেস্ট দেওয়ার সুযোগ তো থাকছেই। চলুন দেখে নেওয়া যাক উল্লেখযোগ্য কি কি রয়েছে?
তথ্য ও প্রযুক্তির অগ্রগতির সাথে, চাকরির পড়াশুনা অনলাইন নির্ভর হয়ে উঠেছে। বাংলাদেশে অনেক গুলো বিশ্বাসযোগ্য অ্যাপ রয়েছে যেগুলো চাকরির পড়াশুনা করার জন্য খুবই কাজের। JOB Solution মোবাইল অ্যাপে দেশের সকল উল্লেখযোগ্য চাকরির প্রশ্ন ও সমাধান গুলো খুব সুন্দর করে সাজানো গোছানো। একজন চাকরি প্রত্যাশীর জন্য এটি এমনভাবে তৈরি করা হয়েছে যেন সে যেকোন ভাবে একটু সময় পেলেই অল্প অল্প করে কিছু পড়ে নিতে পারে।
JOB Solution অ্যাপ কোথায় পাবেন?
আপনার মোবাইল থেকে Play Store এ যেয়ে JOB Solution লিখে সার্চ করে নিচের লোগোর মতো অ্যাপটি পেতে পারেন। অ্যাপ ইনস্টল ও ব্যবহার সম্পর্কিত কোন প্রশ্ন থাকলে নিচের কমেন্ট বক্সে আপনার সমস্যা জানাতে পারেন।
JOB Solution ওয়েব ভার্সন
পাঠকদের ভালোর জন্য আমরা নিরলস পরিশ্রম করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় JOB Solution এর web ভার্সন রিলিজ করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এখন থেকে কমিম্পউটার বা মোবাইল ব্রাউজার দিয়েও JOB Solution এর সকল প্রশ্নোত্তর দেখতে ও মডেল টেস্ট দিতে পারবেন। জব সল্যুশনের ওয়েব ভার্সন পেয়ে যাবেন পিসি বা ল্যাপটপ থেকে মডেল টেস্ট ও পড়াশুনা দেওয়ার জন্য।
Ultimate Job Solutions
পড়াশুনার জন্য এই অ্যাপটি অনেক সাড়া ফেলেছে। নিয়মিত প্রশ্ন আপডেট ও মডেল টেস্ট দেওয়ার সুবিধা রয়েছে অ্যাপটিতে। গুগল প্লে স্টোরে এই অ্যাপটি রেটিং 4.8 এর উপরে। বুঝতেই পারছেন তারা কতটা জনপ্রিয়তা পেয়েছে। এছাড়া আপনার পড়াশুনার উপকারে আসে এমন অসংখ্য মোবাইল অ্যাপলিকেশন রয়েছে যা আপনার অবসর সময়েও পড়ার মধ্যে রাখতে সাহায্য করতে পারে।
শিক্ষা ও চাকরি সম্পর্কিত সকল আর্টিকেল এখানে দেখুন ।
One Comment