Health & Beauty

আঁচিল দূর করার উপায়: পরামর্শ ও কার্যকরী উপায়

আঁচিল বা মোল এমন এক জিনিস যাকে না যায় ঢাকা, না যায় তোলা। যতই মুখ, চোখ কিংবা ঠোঁটকে প্রাণপণে হাইলাইট করার জন্য যতই মেকাপ করেন কোন লাভ হবেনা। কারণ সবার নজর কিন্তু আপনার ঐ আঁচিলের দিকেই যাবে। তবে আজকের এই আর্টিকেলটি পড়ার পরে এমন কিছু আঁচিল দূর করার ক্রিম ও ঘরোয়া পরামর্শ সম্পর্কে জানতে পারবেন যা আঁচিল দূর করে আপনার ত্বককে আগের অবস্থায় ফেরত নিতে সাহায্য করবে।

আঁচিল বা মোল কি এবং কেন হয়?

Mole

আঁচিল হচ্ছে এক ধরণের স্কীন গ্রোথ যা চামড়ার উপর অনেকটা শক্ত ফোসকা বা ফুলকপির গুটির মতো দেখায়। ত্বকে যে সকল কোষ আছে, তার মধ্যে অন্যতম হলো মেলানোসাইট (melanocyte)। এই কোষের কারণেই একেক জনের ত্বকের রং একেক রকম। বেড়ে উঠার সময় এই কোষ ত্বকের সব জায়গায় সমানভাবেই বৃদ্ধি পায়। কিন্তু মেলানোসাইট কোষ যখন সমানভাবে না হয়ে ত্বকের কোন জায়াগায় গুচ্ছাকারে বৃদ্ধি পায়, তখনই আঁচিল বা মোলের জন্ম হয়।

আঁচিলের প্রকারভেদ গুলো নিচে সংক্ষেপে তুলে ধরা হলো-

কমন আঁচিল: কনুই, হাঁটু, আঙ্গুলে লাল মাংসের মতো ও উপরে সাদা সাদা খোসা থাকে।
ফ্ল্যাট আঁচিল: ছোট ছোট মশৃণ আকৃতির সংখ্যায় বেশি সারা মুখে এই আঁচিলগুলো হতে দেখা যায়।
প্লান্টার আঁচিল: পায়ের গোড়ালী ও পাতার নিচের অংশে এই আঁচিলগুলো লক্ষ্য করা যায়।
পেরিউংগুয়াল আঁচিল: নখের আশে পাশে এই আঁচিলের উপস্থিতি লক্ষ্য করা যায়।
ফিলিফর্ম আঁচিল: মুখে বা অন্যান্য ত্বকে একটি বা দুটি বেশ লম্বাটে এই আঁচিল গুলো দেখা।
যৌনাঙ্গের আঁচিল: নারী পুরুষের যৌনাঙ্গে ও মলদ্বারের পাশে ছোট বা কিছুটা বড় আকৃতির হয় যার উপরের অংশ ফুলকপির মতো দেখতে।

আঁচিল দূর করার উপায়

সাধারণত আঁচিলের বা মোল দেহের সৌন্দর্য ছাড়া শারিরীক অন্য কোন ক্ষতি করে না। তাই এর ট্রিটমেন্ট করা সকলের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় না। আবার অনেক আঁচিল আছে যেগুলো নিজে নিজেই সেরে ওঠে। তা আপনা আপনি ভালো হয়ে যায়।‌ আঁচিল দূর করার জন্য যে যে উপায় অবলম্বন করতে পারেন তা নিচে ধারাবাহিক ভাবে তুলে ধরা হলো-

আঁচিল দূর করার ঘরোয়া উপায়

ঘরোয়া চিকিৎসার মাধ্যমেও কিন্তু আঁচিলের সমস্যা থেকে নিস্তার পেতে পারেন। চিকিৎসকের কাছে যাওয়ার আগে অবাঞ্ছিত আঁচিলের সমস্যা থেকে মুক্তি পেতে ঘরোয়া কয়েকটি উপায় অনুসরণ করুন:

  • রসুনঃ রসুনে এমন কিছু উপাদান আছে, যা আঁচিলের চিকিৎসায় কার্যকরী ভূমিকা রাখে। রসুনের কোয়া থেতলিয়া বা পেস্ট করে আঁচিলের উপর সারারাত রেখে দিন। এভাবে টানা তিন সপ্তাহ অনুসরণ করলেই ফলাফল দেখে আপনি চমকে উঠবেন!
  • কলার খোসাঃ খোসার ভিতরের অংশ দিনে দু-তিনবার আঁচিলের ওপর ঘষুন অথবা কলার খোসার পেস্ট বানিয়ে তা আঁচিলের ওপর সারা রাত রেখে দিন। এভাবে অল্প কিছুদিন ব্যবহার করলেই ফলাফল দেখতে পাবেন।
  • আলুঃ এক টুকরো আলু আঁচিলের উপর কিছুক্ষণ ঘঁষে তারপর ব্যান্ডেজের মতো করে সারারাত আঁচিলে লাগিয়ে রাখুন। মাত্র ৭ থেকে ১০ দিন পরই আপনার আঁচিল খসে পড়তে সাহায্য করবে। কারণ আলুতে প্রাকৃতিক ব্লিচিং উপাদান থাকে যা আঁচিল দূর করতে সাহায্য করে। এর সাথে ত্বকের দাগ দূর করতেও আলু বেশ ভালো কাজ করে।
  • পেঁয়াজের রসঃ ত্বক ও চুলের বিভিন্ন সমস্যা সমাধানে পেঁয়াজের রস বেশ উপকারী। পেঁয়াজের রস করে আঁচিলের স্থানে লাগিয়ে ১ ঘণ্টা পর ধুয়ে ফেলুন। এভাবে দিনে তিনবার পেঁয়াজের রস ব্যবহার করলে আঁচিলের দ্রুত খসে পড়বে। এটি ব্যবহারে ত্বকে বিশেষ কিছু অ্যাসিডের মাত্রা বাড়তে থাকে যার ফলে আঁচিল খসে পড়তে সময় লাগবে না।

আঁচিল নিয়ে কিছু টিপস এবং সতর্কতা

  • আঁচিল দূর করার জন্য একই সাথে একাধিক উপায় অবলম্বন করবেন না।
  • ব্যক্তিভেদে ভিন্ন ভিন্ন উপায়ে আঁচিল দূর হতে পারে। তাই আপনার ত্বকে যে পদ্ধতি কাজ করে সেটিই ব্যবহার করতে হবে।
  • তাড়াহুড়া না করে ধৈর্য্য ধরে চর্চা করুন।
  • আঁচির দূর করতে পটাশিয়াম খুব ভালো কাজ করে।
  • আঁচিল কখনোই খোঁচাখুঁচি করবেন না এতে রক্তপাত হবে এবং পুনরায় ওই স্থানে মোল হবে।
  • সার্জিক্যালি করতে গেলে চিকিৎসকের তত্ত্বাবধানেই করুন।

Compound W Maximum Strength Fast Acting Gel Wart Remover

২১,০০০+ পর্যালোচকদের মধ্যে ৮২% এই পণ্যটিকে 4 স্টার বা তার উপরে রেট দিয়েছেন। Compound W জেল ১৭% স্যালিসিলিক অ্যাসিড দিয়ে তৈরি করা হয়েছে যা তাৎক্ষণিকভাবে আঁচিল অপসারণ করতে কাজ করে। তাই এটিকে তালিকার একদম প্রথমে রাখতে হয়েছে। এটির মূল্যও কাজের ধরণ অনুযায়ী কমই বলা যায়। এটি তিন বছর বা তার বেশি বয়সী বাচ্চাদের জন্যও ব্যবহার করা যাবে। এটি নিয়ম মেনে ব্যবহার করতে পারলে আঁচিল থেকে সম্পূর্ণরূপে পরিত্রাণ পাওয়া যাবে। ধৈর্য্য সহকারে দিনে এক বা দুইবার এক ফোঁটা করে সর্বোচ্চ ১২ সপ্তাহ ব্যবহারেই আঁচিলের মুখ বন্ধ হয়ে যাবে।

সুবিধা

  • The gel is less messy than a liquid
  • Easy application, can be done anywhere
  • Contains salicylic acid

অসুবিধা

  • You have to wait for it to dry
  • Takes a long time for the results

JAYSUING Mole Remover

প্রাকৃতিক বিভিন্ন উপাদানের মিশ্রণে তৈরি এক ধরণের তেল যা কোন প্রকার ব্যথা বা পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই আঁচিল ও আচিলের দাগ দূর করতে পারে। মুখ, শরীর ও পায়ে ব্যবহার উপযোগী যা সব ধরনের ত্বকের জন্যই নিরাপদ।

এটি দারাজ বাংলাদেশে এভেইলেবল। এখানে

Bio-T to wart, mole, or skin-tag Removal

এই ক্রিমটি সম্পূর্ণভাবে হারবাল উপাদানে তৈরি। আর এতে কোন প্রকার কেমিক্যাল না থাকায় ত্বকে ব্যবহারে কোন ক্ষতিকর প্রভাব পড়ে না। বায়ো-টি ক্রিমের বিশেষ ফর্মুলা আঁচিলকে খুব সহজে মাত্র ৭দিনেই তাড়াতে পারে। আঁচিল দূর করার ক্রিম হিসেবে এটি নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। কারণ কোনো জ্বালা-যন্ত্রণা ছাড়াই আঁচিল চলে যাবে। ক্রিমটি যদি নিয়ম মেনে মাত্র ১৫ থেকে ২০ দিন ব্যবহার করতে পারেন তাহলে আপনার আঁচিলের গ্যারান্টিসহ পার্মানেন্ট সমাধান হবেই।

WartStick Maximum Strength Wart Remover

এটি যারা ব্যবহার করেছেন তাদের কেউ কেউ বলেন এটার টিউব সাধারণ মানের চ্যাপস্টিকের মতো। তবে এটি
যেকোন সাইজের আঁচিলের জন্য ব্যবহার করা যাবে। তাছাড়া আছিল রিমুভ করার জন্য কোন ব্যাথা লাগে না, সাথে গন্ধমুক্ত। ১ বছরের বাচ্চা থেকে শুরু করে সকল বয়সের মানুষ এটি ব্যবহার করা যাবে।

তবে এটি ব্যবহারে কিছুটা সতর্কতা অবলম্বর করা দরকার যেন আঁচিল ব্যতিত স্বাভাবিক ত্বকে না লাগে। স্বা্ভাবিক ত্বকে লাগলে ত্বকের মলিনতা হ্রাস পাবে। এটির মাধ্যমে আঁচিল দূর হতে কিছুটা বেশি সময় লাগে। আঁচিলের সাইজ বেশি ছোট হলে এর সঠিকভাবে প্রয়োগ করতে বেগ পেতে হয়।

Details:

  • Manufacturer ‏ : ‎ Balassa Laboratories
  • Product Dimensions ‏ : ‎ 1 x 3 x 4 inches; 0.32 Ounces
  • Date First Available ‏ : ‎ October 12, 2012
  • Item model number ‏ : ‎ 0001
  • ASIN ‏ : ‎ B00SHK1E
  • Is Discontinued By Manufacturer ‏ : ‎ No*

আরও পড়ুন তৈলাক্ত ত্বকের জন্য ময়েশ্চারাইজার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button