আপনার স্বামী জন্য তাক লাগানো গিফট আইডিয়া
আপনার স্বামী বা প্রিয় মানুষকে দেওয়ার জন্য এমন কিছু গিফট আইডিয়া খুঁজে বের করবেন যা সে পেয়ে আপনার চিন্তা ধারার প্রসংশা করতে বাধ্য হন। স্বামীর জন্য ভালো উপহার খুঁজে বের করা মোটেই সহজ কাজ না। তাকে দেওয়ার জন্য আপনি যে উপহারটি পছন্দ করবেন সেটি কেবল চিন্তাশীল নয় বরং এমন কিছু হতে হবে যা তিনি ব্যবহার করবেন এবং মনে মনে আপনার প্রশংসা করতেও বাধ্য হবেন। আপনার সঙ্গীর জন্য এই আর্টিকেলে আমরা এমন কিছু গিফট আইডিয়ার একটি তালিকা করেছি যা আপনার জন্য দরকারী হতে পারে। তবে উপহার বাছাই করার আগে আপনার পার্টনারের রুচি সম্পর্কে ভালো করে ধারণা নেওয়ার চেষ্টা করবেন।
গিফটের জন্য কোন ট্রিমার ভালো: Electric Trimmer for Men
পারসোনালাইজ গিফট আইডিয়া
স্বামীর প্রতি আপনি কতটা যত্নশীল তা দেখানোর জন্য কিছু জিনিস দেওয়া একটি দুর্দান্ত উপায় হতে পারে।
- ঘড়ি: খোদাই করা বা তার নামের অক্ষর সম্বলিত ঘড়ি।
- ফটো বুক: কাস্টমাইজড ফটো বুক যেখানে তার ও আপনার স্মৃতিবিজড়িত ফটো থাকবে।
ওয়ালেট: শুধু ওয়ালেট হলেই চলবে না, বরং সেটিতে তাকে বার্তা দেওয়ার মতো কিছু বাক্যও থাকতে হবে। - কাস্টমাইজড ওয়াল আর্ট: তার কোন সুখ স্মৃতি রয়েছে এমন বিশেষ তারিখ সহ তাতে কোন ক্যাপশন লিখে দিতে পারেন।
- কাস্টমাইজড চা বা কফির কাপ: সুন্দর কোন কাপে বিশেষ বার্তা প্রিণ্ট করে তাকে উপহার দিতে পারেন।
- মনোগ্রামযুক্ত বাথরোব: সুন্দর একটি বাথরোব কিনে তাতে কোন বিশেষ অক্ষর বা লোগো এমব্রয়ডারি বা প্রিন্ট করে দিতে পারেন।
- ফোন কেস: সে সবসময় যে ফোনটি সাথে রাখে সেটির জন্য একটি সুন্দর ফোন কভার বা কেস উপহার দিতে পারেন।
টেক গ্যাজেট গিফট আইডিয়া
আপনার স্বামী যদি বিভিন্ন ট্যাক গ্যাজেট ভালোবাসেন তার জন্য টেক গ্যাজেট উপহার আইডিয়া দেখে নিন:
- হেডফোন: প্রিমিয়াম কোয়ালিটির হেডফোন কিনে দিন। আপনার বাজেট অনুযায়ী কোন হেডফোন কিনবেন পরামর্শ পেতে কমেন্ট করতে পারেন।
- পোর্টেবল পাওয়ার ব্যাংক: একটি শক্তিশালী পোর্টেবল পাওয়ার ব্যাঙ্ক যা স্মার্টফোন, ট্যাবলেট এবং অন্যান্য ডিভাইসগুলোকে ঘরের বাইরে চার্জ করতে পারে।
- ইলেকট্রিক টুথব্রাশ: মুখ ও দাঁতের যত্ন নেওয়ার জন্য প্রিয় মানুষটিকে একটি ইলেকট্রিক টুথ বাশ কিনে দিতে পারেন। ইলেকট্রিক টুথব্রাশ নিয়ে বিস্তারিত বর্ণনা দিয়ে আমাদের একটি আর্টিকেল আছে দেখে নিতে পারেন ইলেকট্রিক টুথব্রাশ।
- ওয়্যারলেস কার চার্জার: আপনার স্বামী যদি অধিকাংশ সময় কারে যাতায়াত করে তাহলে তার জন্য ওয়্যারলেস কার চার্জার খুব ভালো একটি উপহার আইডিয়া হতে পারে।
- রোবোটিক ভ্যাকুয়াম ক্লিনার: এটি শুধু সেসকল স্বামীর জন্য যারা স্ত্রীর থেকে চাকরি বা অন্য প্রয়োজনে আলাদা থাকেন এবং নিজের ঘর নিজেকেই পরিষ্কার করে রাখতে হয়। রবোটিক ভ্যাকুয়াম ক্লিনার স্বয়ংক্রিয়ভাবে মেঝে পরিষ্কার করতে পারে যা আপনার পার্টনারের বিরাট উপকার করবে।
- স্মার্ট লাগেজ: ভ্রমণকে আরও সুবিধাজনক এবং নিরাপদ করতে বিল্ট-ইন ট্র্যাকিং, USB চার্জিং পোর্ট এবং অন্যান্য স্মার্ট সুবিধাযুক্ত একটি স্যুটকেস উপহার দিতে পারেন। পরে কিন্তু এটি আপনারও কাজে লাগতে পারে!
- কমপ্যাক্ট প্রজেক্টর: এটি একটি পোর্টেবল মিনি প্রজেক্টর যা আপনার সঙ্গীকে যেকোনো জায়গায় মোবাইলের স্ক্রীনটাকে বড়পর্দায় রুপান্তর করতে পারবে।
- স্মার্টওয়াচ: একটি সুন্দর স্মার্টওয়াচ আপনার সঙ্গীর ইলেকট্রিক ডিভাইস ব্যবহারে অন্যরকম অভিজ্ঞতার মধ্যে নিয়ে আসবে। যেখানে মোবাইল, ল্যাপটপ, ঘড়ি সব এক করে দিবে।
উল্লেখিত কোন প্রডাক্ট সম্পর্কে কিছু জানতে হলে নিচে কমেন্ট করলে আমরা ফিরতি কমেন্টে আপনাকে তথ্য দিয়ে সহায়তা করার চেষ্টা করবো।
পারসোনাল যত্ন নেওয়ার মতো গিফট আইডিয়া
- হেয়ার ট্রিমার: পার্টনারকে গিফট হিসেবে কোন চিন্তা ছাড়াই হেয়ার ট্রিমার গিফট করতে পারেন।
- বডি ম্যাসেজ ডিভাইচ: বাজারে অনেক ডিভাইচন আছে যেগুলো শরীর ভাইব্রেটের মাধ্যমে ম্যাসেজ করে দেয়। এটি বেশ আরামদায়ক বটে।
- শেভিং ফোম: আপনার হাবি যদি নিয়মিত ক্লিন সেভ করে তাহলে তার জন্য একটি ভালো সেভিং ফোম গিফট দিতে পারেন।
- নেইল কাটার: দাম কম হলেও এটি বেশ উপকারী একটা প্রডাক্ট। মাঝে মাঝে ছোট ছোট উপহারও ভালোবাসা বাড়াতে সাহায্য করে।
- পারফিউম: আপনার বাজেটের মধ্যে ভালো মানের পারফিউম গিফট করতে পারেন। সুগন্ধির সাথে সাথে আপনাকে মনে করেও তার মন দোল খাবে।
আউটডোর গিফট আইডিয়া
- ওয়ালেট: ভালো মানের একটি ওয়ালেট গিফট হিসেবে দিতে পারেন।
- ট্র্যাভেল ব্যাকপ্যাক: আপনি স্বামী একটি ভালো মানের ট্র্যাভেল ব্যাকপ্যাক গিফট করতে পারেন। এটা এক সময় আপনারও কাজে আসতে পারে!
- ট্র্যাভেল পিলো: আপনার স্বামী বাইরে রাত্রী যাপন করতে পারে এমন ভ্রমণের জন্য তাকে ট্র্যাভেল পিলো বা বালিশ গিফট করতে পারেন।
- পছন্দের জায়গা ঘুরানো: আপনারা দু’জনেই ভ্রমণ করতে পছন্দ করলে সুন্দর কোন অবকাশ যাপনের জায়গায় যাওয়ার চিন্তা করলেও যেতে পারছিলো না এমন জায়গাতে নিজ খরচে নিয়ে পাক্কা একটা ট্রিট দিতে পারেন। এতে অবশ্য আপনাদের পরবর্তী ভ্রমণের জন্য উৎসাহ আরও দেবে।
অ্যাডভেঞ্চার জাতিয় গিফট আইডিয়া
আপনার সঙ্গী যদি নতুন জিনিস চেষ্টা করতে পছন্দ করেন এবং একটি ভাল অ্যাড্রেনালিন রাশ উপভোগ করেন, তাহলে তাকে উপহার হিসাবে একটি অ্যাডভেঞ্চার অভিজ্ঞতা দেওয়ার কথা বিবেচনা করুন। হট এয়ার বেলুন রাইড, বাঞ্জি জাম্পিং বা স্কাইডাইভিং রোমাঞ্চকর এবং অবিস্মরণীয় অভিজ্ঞতা যা তিনি লালন করবেন।
খেলাধুলার গিফট আইডিয়া
যদি আপনার সঙ্গী খেলাধুলা পছন্দ করে তবে তার পছন্দের জার্সি উপহার দেওয়ার কথা বিবেচনা করতে পারেন। এছাড়াও ফিটনেস সরঞ্জাম যেমন যোগব্যায়াম ম্যাট উপহার হিসেবে দিতে পারেন।
উপসংহারে, আপনার স্বামীর জন্য অনেক উপহার রয়েছে, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এমন কিছু বেছে নেওয়া যা তার ব্যক্তিত্ব এবং আগ্রহকে প্রতিফলিত করে। এই উপহার আইডিয়াগুলো খুঁজে পেয়ে আপনি আপনার সঙ্গীর থেকে ভালবাসা এবং প্রশংসা পাবেন এটা বলতে দ্বিধা নেই।
আরও পড়ুন