Education

কিভাবে পড়াশুনায় আগ্রহ বাড়াবেন?

আপনি যদি পড়ালেখা করতে অথবা নতুন কোন টপিক বুঝতে বিরক্তবোধ করেন তবে এই আর্টিকেলটি সামান্য ধৈর্য্য নিয়ে পড়তে থাকুন। পড়াশুনায় আগ্রহ না থাকলে বাসা কিংবা শিক্ষা প্রতিষ্ঠান কোথাও আপনি শিখতে পারবেন না। তাই পড়ার আগে পড়ার প্রতি আগ্রহ তৈরি করুন। এখানে পড়াশুনায় আগ্রহী হওয়ার জন্য সম্পূর্ণ বিষয়বস্তুকে ৩টি অংশে ভাগ করা হলোঃ

শিক্ষা প্রতিষ্ঠানকে আনন্দময় করে তুলুন

আজকাল শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কথা মনে হলেই শুধু এ্যাসাইনমেন্ট, পরীক্ষা, প্রেজেন্টেশন, ব্যাগ ভর্তি বই পিঠে ঝুলানো ইত্যাদির কথা অটোমেটিক সামনে চলে আসে। আর এগুলো যেকোন প্রতিষ্ঠানের আনন্দের বদলে বেদনার কথায় মনে করিয়ে থাকে। অথচ স্কুল-কলেজ হওয়ার কথা একাডেমিক জ্ঞানার্জনের সাথে সাথে আনন্দের উপলক্ষ্য।

 • আপনার কিভাবে পড়তে ভালো লাগে সেটি খুঁজুন
 • বন্ধুদের নিয়ে একসাথে পড়তে বসুন
 • জানার জন্য প্রশ্ন করুন
 • টার্গেট সেট করুন
 • যে বিষয়গুলো পড়তে ভালো লাগে সেগুলো বেশি বেশি পড়ুন
 • পাঠক্রম বহির্ভূত কার্যক্রমে অংশগ্রহন করুন

নিয়মিত পড়াশুনায় সময় দেন

 • আপনার ভালো লাগার মতো নতুন টপিক খুঁজুন
 • যে টপিক ভোলো বোঝেন সেগুলো অন্যদের শেখান
 • সহপাঠিদের সাথে ভ্রমণে যান
 • বই পড়ুন
 • পড়ার জন্য ইলেকট্রিক গ্যাজেট ব্যবহার করুন

কি পড়ছেন ও কেন পড়ছেন বোঝার চেষ্টা করুন

 • মনটা ফ্রেশ রাখুন
 • নতুন তথ্য খুঁজে বের করুন
 • ওপেন মাইন্ডেড হয়ে যান
 • আপনার কোন প্রশ্ন থাকলে এখানে করুন

কিছু টিপস

 • নিজের উপর প্রেসার দিবেন না। আপনার মন যতোটুকু চাই ততোটুকু সময় নিন।
 • শেখার জন্য নতুন আইডিয়া বের করুন
  বন্ধুদের নিয়ে একসাথে পড়ার অভ্যাস করুন এটি করেন তবে শেখা আরও মজাদার হতে পারে।

পড়াশুনা ও চাকরি সম্পর্কিত সকল তথ্য এখানে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button