Health & Beauty

ইলেকট্রিক টুথব্রাশ কি ও এর ব্যবহার

টুথব্রাশের ইতিহাস

William Addis; image: wikipedia

প্রায় ৫৫০০ বছর পূর্বে ব্যাবিলন এবং মিশরীয়রা সর্বপ্রথম দাঁত মাজার জন্য গাছের ছোট ডালকে ঘষে তন্তু বের করে দাঁত পরিষ্কার করার এক ধরনের জিনিস বানিয়েছিলো। সেটি ছিল টুথস্টিক বা মেসওয়াক। খ্রিস্টপূর্ব ১৬০০ সালের দিকে চীনে চিবিয়ে নরম করা কাঠি বা chewing sticks এর ব্যবহার শুরু হয়। এটি তৈরি করা হতো সুগন্ধিযুক্ত গাছের ডাল দিয়ে। ১৭৮০ সালে উইলিয়াম অ্যাডিস (William Addis) বাছুরের হাঁড় ও শুকরের ঘাড়ের শক্ত লোম তন্তু হিসেবে ব্যবহার করে হাতল যুক্ত ব্রাশ তৈরি করেন। ১৯২৮ সালে ওয়ালেস ক্যারোদার্স কৃত্রিম তন্তু নাইলন বা সিনথেটিক ফাইবার উদ্ভাবন করেন। নাইলন বা সিনথেটিক ফাইবার উদ্ভাবনের পর থেকে টুথব্রাশে এই কৃত্রিম তন্তু বা সিনথেটিক ফাইবারের ব্যবহার হচ্ছে। আগের দিনে দাঁতের সুরক্ষায় নিম গাছের ডালকে মেসওয়াক হিসেবে ব্যবহার করতেন। এরপর ব্রাশ ও পেস্ট। ম্যানুয়াল টুথব্রাশের পর এখন যুক্ত হয়েছে ইলেকট্রিক ব্রাশ।

ইলেকট্রিক টুথব্রাশ কি?

ইলেকট্রিক টুথব্রাশ

ইলেক্ট্রিক টুথব্রাশ এমন ব্রাশ যা স্বয়ংক্রিয়ভাবে মুভ হয় এবং দাঁতের প্রতিটা কোনা খুব ভালোভাবে ময়লা দূর করে। এর ব্রিশল সামনে পেছনে এবং বাম থেকে ডানে আবার ডান থেকে বামে ঘুরতে থাকে। আধুনিক এই ব্রাশগুলোতে সাধারনত একটি রিচার্জেবল ব্যাটারি থাকে যা নিয়মিত চার্জ করে দীর্ঘদিন ব্যবহার করা যায়।

ইলেকট্রিক টুথব্রাশের ইতিহাস

১৯৫৪ সালে সুইজারল্যান্ডের Dr. Philippe Guy Woog ইলেকট্রিক টুথব্রাশ আবিবষ্কার করেন। আবিষ্কারের সময় এটি ব্রক্সোডেন্ট (Broxodent) নামে পরিচিত ছিল। ১৯৫৯ সালে আমেরিকান ডেন্টাল অ্যাসোসিয়েশন (ADA) এর সাথে যুক্ত হওয়ার আগে এটি ফ্রান্সেই ছিল। বৈশিষ্টের জন্য ইলেকট্রিক টুথব্রাশ প্রথম থেকে মানুষের আগ্রহের কেন্দ্রেই ছিল। কিন্তু এখনকার মতো তখন এটি এত সহজলভ্য ও ব্যবহার উপযোগী না হওয়ায় জনপ্রিয়তা পাইনি।

ইলেকট্রিক টুথব্রাশ কত প্রকার

ইলেকট্রিক টুথব্রাশ ২ ধরণের-

  • সোনিক (Sonic) ও
  • ইলেকট্রিক (Electric)

এই দুই ধরণের ইলেকট্রিক টুথব্রাশ রয়েছে। সোনিক (Sonic) টুথব্রাশগুলো ইলেকট্রিক (Electric) টুথব্রাশের মতোই, তবে সোনিক (Sonic) টুথব্রাশের গতিবেগ তুলনামূলক বেশি হওয়ায় দাঁতের উপরের দীর্ঘদিনের কালো দাগ দূর করতে বেশি কার্যকর। সাধারণ ইলেকট্রিক টুথব্রাশের ব্রিসলস সোজাসুজি মুভ করে কিন্তু সোনিক (Sonic) টুথব্রাশ সামনে-পেছনে এমন বিভিন্ন কোণে ঘুরে ঘুরে ময়লা পরিষ্কার করে।

ইলেকট্রিক টুথব্রাশ ব্যবহারের সুবিধা

ইলেকট্রিক টুথব্রাশ নিয়ে সাধারণ মানুষের মধ্যে বাড়তি কৌতুহল রয়েছে। ম্যানুয়াল টুথব্রাশের চেয়ে ইলেকট্রিক টুথব্রাশের দাম কিছুটা বেশি হওয়ার ফলে অনেকেই কেনার আগ্রহ হারিয়ে ফেলেন। দেখে নেওয়া যাক কি আছে এই ব্রাশে-

  • এটি দাঁত, মাড়ি এবং জিহ্বাকে খুব ভালোভাবে পরিষ্কার করে।
  • জিঞ্জিভাইটিস এবং মাড়ির রোগের বিরুদ্ধে লড়াই করার।
  • এটি দ্বারা ব্রাশ করার ফলে শ্বাসের দুর্গন্ধ থেকে মুক্তি মেলে।
  • এটি স্বয়ংক্রিয়ভাবে মুভ হয় তাই দাঁতের প্রতিটা কোনা খুব চমৎকারভাবে পরিস্কার করে।
  • এতে থাকা রিচার্জেবল ব্যাটারিতে নিয়মিত চার্জ করে দীর্ঘদিন ব্যবহার করা যায়।
  • বিশেষজ্ঞদের মতে এই ব্রাশ দাঁতের ফাঁক ফোকরে থাকা প্লাক ধীরে ধীরে পরিস্কার হয়ে যায়।
  • বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য এই ধরনের ব্রাশ খুব বেশি কার্যকর। এটি হাতে দিলে অন্তত মুখের স্বাস্থ্য ভালো থাকবে।
  • দাঁতের উপর জমে থাকা ময়লার স্তর দূর করার জন্য সাধারণ ব্রাশের তুলনায় ইলেকট্রিক টুথব্রাশ অত্যন্ত কার্যকর।
  • কম সময়েই দাঁত ও মুখের ভেতরে পরিষ্কার করা যায়
  • ইলেকট্রিক টুথব্রাশে টুথপেস্ট আর জলের অপচয় খুব কম হয়।
  • ব্রাশের মাথা গোলাকৃতি হওয়ায় এটি দাঁত ও মাড়ির চারপাশে খুব আলতোভাবে পরিষ্কার করে ।
  • কতটুকু প্রেশার ও কত সময় চলবে সেই টাইমার সেট করে দেওয়া যায়।
  • এর গুণগতমান, আকষণীয় ডিজাইন এবং অন্যান্য সুবিধা দিন দিন সাধারণ মানুষকে অনেক বেশি আকৃষ্ট করছে।
  • রিচার্জেবল ব্যাটারি থাকার ফলে প্লাগইন না করেই ব্যবহার করা যায়।
  • এমন কিছু ব্রাশের উদ্ভব হয়েছে যেগুলো স্মার্টফোনের সাথে কানেক্ট হয়ে তথ্য শেয়ার করে।

কোন টুথব্রাশ ব্যবহার করবেন?

যদি ধরে নিই আপনি এতোদিন ম্যানুয়াল ব্রাশ ব্যবহার করেছেন। তাহলে ম্যানুয়াল ব্রাশের সুবিধা অসুবিধা আপনার খুব ভালো করেই জানা হয়ে গেছে। আর এখানে ইতোমধ্যে ইলেকট্রিক ব্রাশ সম্পর্কে ভালো ধারণা পেয়েছেন। এখন ম্যানুয়াল নাকি ইলেকট্রিক টুথব্রাশ ব্যবহার করবেন সিদ্ধান্ত আপনার।

ইলেকট্রিক টুথব্রাশ কিভাবে ব্যবহার করতে হয়?

সতর্কতাঃ আপনি যদি ইলেকট্রিক ব্রাশ ব্যবহারের কথা ভেবে থাকেন তবে সবচেয়ে ভালো হবে একজন বিশেষজ্ঞ ডেন্টিস্টের পরামর্শ নিয়ে ব্রাশ নির্ধারণ করা।

স্বাস্থ্য সচেতনমূলক আর্টিকেল আরও পড়ুন এখানে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button