Book Reviews

চিন্তাপরাধ বইয়ের রিভিউ ও PDF download- আসিফ আদনান

ভাবলেশহীন চিন্তার জগতে এই বই একটা এটম বোমার বিস্ফোরণ ঘটাতে পারে। আপনি হতবুদ্ধি হয়ে যেতে পারেন এ ভেবে যে ‘এ কী ঘোরের মধ্যে আমরা চলছি, ফিরছি! লেখক যুক্তির পরে যুক্তি সাজিয়ে, পাল্টা যুক্তিরও উত্তর দিয়ে একেবারে চোখে আঙ্গুল দিয়ে কিছু তিক্ত সত্যের সাথে আমাদের পরিচয় করিয়ে দিয়েছেন। সামান্য কয়েক লাইনে এই বইয়ের বিষয়বস্তু সম্বন্ধে ধারণা দেওয়া মুশকিল। একটাই অনুরোধ, পড়ুন। বইটি পড়লে হয়তো আপনি কেরানি কিংবা বিজ্ঞানী হবার দৌড়ে এগিয়ে থাকতে না পারলেও মস্তবড় এক ধোঁকা থেকে বাঁচতে পারবেন।

এটি কোন সাধারণ বই নয় বরং বুদ্ধিদিপ্ত এটম বোমা

শুরুতেই বলতে চাই চিন্তাপরাধ বইটি Not Just an Ordinary Book. It’s an Intellectual Atom Bomb । ‘যতক্ষণ পর্যন্ত সাম্রাজ্যের সার্বভৌমত্ব স্বীকার করে নিবেন, ইচ্ছায় কিংবা অনিচ্ছায় ততক্ষণ পর্যন্ত আপনাকে সহ্য করা হবে। ব্যাপার হয়েছে এমন যে, যা করার সিস্টেমের ভেতরে ঢুকে করো, কিন্তু কোনোভাবেই সিস্টেমের বিরোধিতা করা যাবে না। রোবটের যেমন নিজস্ব কোন চিন্তাশক্তি নেই, আমাদের মুসলিমদেরও তেমনি নিজস্ব কোন চিন্তাধিকার নেই।

এখানে কেউ ভিন্ন চিন্তা করলেই সে অপরাধী। আমরা মুসলিমরা যেন বাস করছি বিখ্যাত সাহিত্যিক জর্জ অরওয়েলের বহুল পঠিত উপন্যাস 1984 এর সেই ডিসটোপিয়ান বিশ্বে। যেখানে বিশ্ব মোড়লেরা আমাদের শিখিয়ে দিয়েছে War is Peace, Freedom is Slavery, Ignorance is Strength। যেখানে যুদ্ধই শান্তি, মুক্তিই দাসত্ব এবং অজ্ঞতাই হচ্ছে শক্তির মূল।

যে শরীয়াহর অনুসরণ কিয়ামত পর্যন্ত আল্লাহ মানবজাতির ওপর ফরয করেছেন, যুগের হুবালের বিরুদ্ধে গিয়ে আমেরিকান বিশ্বব্যবস্থার মোকাবেলায় সেই শরীয়াহ বাস্তবায়ন হোক এটা চাওয়া–কিছু করাও না, কিছু বলাও না–শুধু এটা চাওয়া-ই অপরাধ। কিছু করার দরকার নেই, বলার দরকার নেই, চিন্তাটাই অপরাধ। থটক্রাইম! চিন্তাপরাধ!

বিরাট গবেষণার প্রতিফলন

আপনি হয়তো বইটি প্রতি পাতা কয়েক মিনিটে পড়ে ফেলবেন কিন্তু এর একটি পাতা লিখতে লেখককে কতটা পড়াশুনা করতে হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। এমনও পৃষ্ঠা পাবেন যেটি লিখতে হয়তো লেখকের পুরো ২/৩টি বইই পড়ে ফেলতে হয়েছে অথবা অনেক ডকুমেন্টারী দেখতে হয়েছে।”

বইয়ের নামকরণ নিয়ে কিছু বলা যাক। প্রথম শোনায় হয়তো ‘চিন্তাপরাধ’ নামটি আপনাকে বেশ ভাবনার খোরাক জুগিয়েছে। বুদ্ধিবৃত্তিক পৃথিবীতে মুসলিমদের চিন্তা-চেতনার অবস্হান আজ কারাগারে বন্দী। ব্যক্তিগত, সমাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক কিংবা রাজনৈতিক চর্চায় আমরা এখন কাদের মতবাদ বা চিন্তা-চেতনাকে অনুসরণ করছি? ইসলামের সুশীতল জীবন ব্যবস্থার চর্চা না করে মানুষের তৈরী কিছু ভ্রান্ত জীবন ব্যবস্হার অনুসরণ করছি যার নাম দিয়েছি আধুনিকতা।

উৎসর্গ পত্রে পাঠকের জন্য ধাক্কা

বইয়ের উৎসর্গ পত্রে গিয়ে পাঠক কিছুটা ধাক্কা খাবেন। উৎসর্গঃ ৩৩:২৩! প্রথমে একটু ধাঁধার মতোই মনে হয়। এমন সৃজনশীল ও অভাবনীয় উৎসর্গপত্র লেখক আল-কুরআনের ৩৩ নম্বর সূরা সূরাতুল আহযাবের ২৩ নম্বর আয়াতে আল্লাহ তা’আলা যাঁদের কথা বলেছেন লেখক বইটি তাদের উৎসর্গ করেছেন। দেখা যাক এই আয়াতে কারা রয়েছে-

“মু’মিনদের মধ্যে কতক লোক আল্লাহর সঙ্গে কৃত তাদের অঙ্গীকার সত্যে পরিণত করেছে। তাদের কতক উদ্দেশ্য বাস্তবায়নে (শাহাদাত বরণ) করেছে আর তাদের কতক অপেক্ষায় আছে। তারা (তাদের সংকল্প) কখনো তিল পরিমাণ পরিবর্তন করেনি।” – [সূরা আহযাব, ৩৩:২৩]

চিন্তাপরাধ বইয়ের সূচিপত্র

সহস্র সূর্যের চেয়ে উজ্জ্বল / ১২
ফিরিঙ্গিসেন্ট্রিক / ২৫
চিন্তার জট / ৩৭
পূজারি ও পূজিত / ৪৫
গোড়ায় গলদ / ৫১
শুভঙ্করের ফাঁকি / ৬৭
স্থিতিস্থাপকতা, না-মানুষ ও অন্যান্য / ৭৮
ভুল মাপকাঠি / ৮৯
সমকামী এজেন্ডা : ব্লু-প্রিন্ট / ৯৬
মরীচিকা / ১১১
বালির বাঁধ / ১১৯
মানসিক দাসত্ব / ১৩৩
হাউস নিগার / ১৩৮
সাম্রাজ্যের সমাপ্তি / ১৪৪
অবক্ষয়কাল / ১৫১
শ্বেত সন্ত্রাস / ১৬০

বইটি ১৬টি প্রবন্ধের সংকলন করা হয়েছে। প্রায় প্রতিটি প্রবন্ধেই লেখক কোন না কোন পশ্চিমাদের ধারণার অসারতা কিংবা তাদের একটা গোষ্ঠি সৃষ্টির আদিকাল থেকেই ইসলামের বিরোধীতা করে আসছে, মুসলিমদের শত্রু মনে করে আসছে ও তা যে এখনো চলমান তা তুলে ধরার চেষ্টা করেছেন।

যুদ্ধংদেহী আমেরিকান সাম্রাজ্যবাদের মুখোশ উন্মোচনকারী প্রথম প্রবন্ধ ‘সহস্র সূর্যের চেয়ে উজ্জ্বল’। তাদের সম্ভাব্য কোন প্রতিদ্বন্ধী উদয় হবার আগেই তাকে আক্রমন করা। আগাম যুদ্ধের এই দর্শন অনুযায়ী দুই শতাব্দীর বেশী সময় ধরে তারা দেশে বিদেশে কাজ করে যাচ্ছে। নাম বদলেছে, চেহারা বদলেছে, বদলেছে শ্লোগান। কিন্তু বদলায়নি তাদের ঠান্ডা মাথায় ধ্বংসযজ্ঞের পলিসি।” কালে-কালে তারা যাকেই শত্রু গন্য করেছে তাকেই আক্রমন করে ছিন্নভিন্ন করে দিয়েছে। হোক উপমহাদেশ, মধ্যপ্রাচ্য, আফ্রিকা কিংবা অন্য কোন ভূমি।

তৃতীয় প্রবন্ধ ‘চিন্তার জট’-এ লেখক এদিকেই দৃষ্টিপাত করেছেন। সাধারণ দৃষ্টিতে পশ্চিমাদের দুনিয়াবী সাফল্যের পেছনে যে ফলাফল সেটাকেই আমরা দেখি

এভাবে সকল প্রবন্ধেই পশ্চিমা কোন না কোন মতবাদ নিয়ে আলোচনা করা হয়েছে। আর দেখিয়ে দেয়া হয়েছে বুদ্ধিবৃত্তিক ভাবে সেগুলো কত নিম্নস্তরের প্রডাক্ট। অধিকাংশ মানুষই ভাবে পশ্চিমাদের উত্থানের পেছনে রয়েছে এ্যানলাইটেনমেন্ট, শিল্পের বিপ্লব, জ্ঞান-বিজ্ঞানে অগ্রগতি, জীবন যাত্রার মান উন্নয়ন। আদতে তাদের সাফল্যের মূলে রয়েছে ঔপনিবেশিক লুটপাট, সামরিক শক্তি ও কূটনীতি। আর আমরা পশ্চিমা বাপদের খুশী করার জন্য গলা ফাটিয়ে বলছি, ‘গাহি সাম্যের গান’।

‘পূজারি ও পূজিত’, ‘গোঁড়ায় গলদ’ ও ‘ভুল মাপকাঠি’ -তে আলোচনা করা হয়েছে সেক্যুলারিজম নিয়ে। ‘শুভঙ্করের ফাঁকি’ -তে আলোচনা করা হয়েছে নারী শ্রম নিয়ে। নারী শ্রমের Opportunity Cost নিয়ে আলোচনা করা হয়েছে এবং দেখিয়ে দেয়া হয়েছে পরিবার ও সমাজের জন্য তা কতটা ক্ষতিকর। ‘সমকামী এজেন্ডাঃ ব্লু-প্রিন্ট’ ও ‘বালির বাঁধ’ প্রবন্ধদ্বয়ে আলেচনা করা হয়েছে সমকামিতা ও ট্রান্সজেন্ডার ইস্যু নিয়ে। ‘মানসিক দাসত্ব’ ও ‘হাউস নিগার’ প্রবন্ধদ্বয়ে আলোচনা করা হয়েছে মুসলিমদের বুদ্ধিবৃত্তিক দাসত্ব নিয়ে। কিভাবে মানসিক পঙ্গুত্ববরন করে আমরা পশ্চিমাদের দাসে পরিণত হয়েছি।

শেষে আলোচনা করা হয়েছে পশ্চিমা সভ্যতার বিদায় ডঙ্কার উপর। প্রতিটি সভ্যতারই উত্থান ও পতনের কিছু স্বাভাবিক সিম্পটম রয়েছে। ঐতিহাসিকরা এ ব্যাপারে বিস্তর গবেষনা করেছেন। সেসব রেফারেন্সের মাধ্যমে লেখক তার ‘সাম্রাজ্যের সমাপ্তি’ ও ‘অবক্ষয়কাল’ প্রবন্ধে দেখিয়ে দিয়েছেন কিভাবে পশ্চিমা সাম্রাজ্যবাদী সভ্যতা আজ ধ্বংসের দ্বারপ্রান্তে গিয়ে পৌছেছে।
আর এসব মিলিয়েই বইটি হয়ে উঠেছে ‘চিন্তাপরাধ’। হয়ে উঠেছে প্রথাবিরোধী এক আকর গ্রন্থ।

  • বইয়ের নামঃ চিন্তাপরাধ
  • লেখকঃ আসিফ আদনান
  • প্রকাশনীঃ ইলমহাউস পাবলিকেশন
  • পৃষ্ঠাঃ ১৯২
  • মূল্যঃ এখানে দেখুন

চিন্তাপরাধ বইয়ের নেতিবাচক দিক

বইটিতে বেশ কিছু মূদ্রন ত্রুটি লক্ষণীয়। যা আশা করি পরবর্তী সংস্করণে উত্তম এডিটিংয়ের মাধ্যমে কাটিয়ে ওঠা যাবে ইনশা’আল্লাহ।

দীর্ঘ এ লেখা শেষ করছি নিজের কিছু কথা দিয়ে। পশ্চিমা চিন্তার শেকলে আবদ্ধ অবস্হায় মুক্তির স্বপ্ন দেখা বিশ্ব মুসলিমদের জন্য অনেকটা উলুবনে মুক্তো ছড়ানোর মতো বৃথা চেষ্টা। মুক্তির প্রথম পর্যায়েই আমাদের এই চিন্তার শেকলকে ভেঙ্গে গুড়িয়ে দিতে হবে। ব্যক্তিগত জীবনে আমাদের পশ্চিমা ধ্যান-ধারণা ত্যাগ করে ইসলামী আইন-কানুনের চর্চা শুরু করতে হবে। চোখ থেকে পশ্চিমা চশমাটি খুলে আমাদের সমাজ ও দুনিয়াকে দেখতে হবে ইসলামী চিন্তা-চেতনার ভিত্তিতে।

চিন্তাপরাধ বইয়ের PDF Download link

আমাদের সাইটের সমস্ত রিসোর্স বিভিন্ন অনলাইন মাধ্যম থেকে সংগ্রহ করা। আমরা যে কোনো ধরনের কপিরাইট নীতিকে সম্মান করি। আপনার যেকোনো কন্টেন্ট মুছে ফেলতে কিংবা কোন পরামর্শ বা তথ্য দিতে ই-মেইল করুন।

আপনি যদি Aabaz.com এ ব্যানার, বিজ্ঞাপন দিতে চান, তাহলে ভার্চুয়াল বিজ্ঞাপনের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। ই-মেইল: aabazofficial@gmail.com

অন্যান্য সকল বইয়ের রিভিউ এখানে

Source
https://rupayon.com/chintaporadh-pdf/https://archive.org/download/cintaporad/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button