কম খরচে জন্মদিনের উপহার : Gift idea

প্রায়ই আত্মীয়-স্বজন, প্রতিবেশি কিংবা বন্ধু-বান্ধবীদের জন্মদিনের আমন্ত্রণ থাকে। তাই জন্মদিনের উপহার কেনার সময় খরচের ব্যাপারটিও চলে আসে। উপহার কেনার আগে তা তার কতটা কাজে লাগবে তা খেয়াল রেখে যতটা সম্ভব কম খরচে জন্মদিনের উপহার কেনা লাগে। দায়সারা ভাবে কম খরচে জন্মদিনের উপহার কিনে কাউকে ঠকাবেন না। এতে তার সাথে সাথে আপনিও ঠকে যাবেন। একটু চিন্তা করলেই কম দামে ভালো উপহার দেওয়া সম্ভব। কম খরচে জন্মদিনের উপহার দেওয়ার মতো কিছু আইডিয়া দেখে নেওয়া যাক-

বই উপহার

জন্মদিনে বই হতে পারে যেকোন কিছুর চেয়ে সেরা উপহার। এক্ষেত্রে বয়স ও ব্যক্তিত্ব ভেদে আপনাকে সেরা বইটি বাছাই করতে হবে। অন্যথায় আপনার দেওয়া উপহারের মহত্ব আসবে না। কম খরচে জন্মদিনের উপহার হিসেবে বই এই বই গুলো দেখতে পারেন-

এগুলো ছাড়াও আরও অনেক বই রয়েছে যা ২০০ থেকে ৫০০ টাকার মধ্যেই পেয়ে যাবেন। বই গিফট আইডিয়া পেতে এই আর্টিকেলটি দেখে নিন গিফটের জন্য সেরা বই (কার জন্য কোন বই)

হাত ঘড়ি উপহার

ঘড়ি এমন উপহার যা দিনের মধ্যে কয়েকশত বার আপনার কথা তাকে মনে করে দেয়। তাই কম খরচে জন্মদিনের উপহার হিসেবে আপনার বাজেটের সাথে সামঞ্জস্য রেখে ফাস্ট্র্যাক, টাইটান, ক্যাসিও, সিকো, কারেন ব্র্যান্ডের যেকোন একটি ঘড়ি বেছে নিতে পারেন।

পারফিউম উপহার

ছেলেদের জন্মদিনে পারফিউম উপহার দিতে পারেন। এটা তাকে সারাদিন আপনার কথা মনে করাবে। ছেলেদের জন্মদিনে পারফিউম উপহার দিতে চাইলে নিচের লিস্ট থেকে বাছাই করতে পারেন।

মেয়েদের জন্মদিনে পারফিউম উপহার দিতে চাইলে নিচের লিস্ট থেকে বাছাই করতে পারেন।

ওয়ালেট উপহার

প্রায় সকল ছেলেদের মানিব্যাগ বা ওয়ালেটের দরকার পড়ে। গিফটের জন্য মানিব্যাগ দিতে চাইলে Apex এর যেকোন শোরুম বা তাদের নিজস্ব ওয়েবসাইট থেকে নিতে পারেন। Apex-এ ৫০০ থেকে ১০০০ টাকার মধ্যে গিফট করার মতো মানিব্যাগ পেয়ে যাবেন। কম খরচে জন্মদিনের উপহার দেওয়ার জন্য ৪০০ থেকে ১০০০ টাকার মধ্যে আপনি আড়ং এর মানিব্যাগ পেয়ে যাবেন। মানিব্যাগ যেহেতু তুলনামূলক দেখতে ছোট, তাই গিফটের জন্য প্যাকিজিং টা যেন মানিব্যাগের সাইজের চেয়ে বড় প্যাকেটে সুন্দর করে রেপিং করা হয়।

কাস্টমাইজ মগ উপহার

সাধারণ মগ গিফট হিসেবে গুরুত্ব না পেলেও বর্তমানে কাস্টমাইজ মগের ট্রেন্ড চলছে। যার জন্মদিন তার নাম, ব্র্যান্ড, লোগো বা কোন মেসেজ দিতে চাইলে মগে প্রিণ্ট করে উপহার হিসেবে দিতে পারেন। ২০০ থেকে ৪০০ টাকার মধ্যে এটি পেয়ে যাবেন। এই উপহারটি ছোটদের জন্মদিনে দিতে পারেন। এখন তো এমন কিছু কাস্পমাইজ মগ পাওয়া যায় যেগুলোতে গরম চা, কফি ঢালার পরে প্রিন্ট শো করে, অন্য সময় সাধারণ মগের মতো দেখা যায়।

ট্রিমার মেশিন উপহার

ছেলেদের জন্মদিনে খুশি করার অন্যতম উপহার হতে পারে ট্রিমার মেশিন। মার্কেটে বিভিন্ন ধরণের ট্রিমার মেশিন রয়েছে। সেগুলো মধ্যে কম দামে ভালো ট্রিমার মেশিন খুঁজে নেওয়া কঠিন হয়ে যায়। আপনার সুবিধার্থে কয়েকটি ট্রিমার মেশিনের আইডিয়া দেওয়া হলো-

হেডফোন উপহার

কম খরচে জন্মদিনের উপহার হিসেবে হেডফোন দিতে পারেন। কম দামের মধ্যে হেডফোন হিসেবে P47 Wireless Bluetooth Headphone হেডফোন চোখ বন্ধ করে কিনতে পারেন। কম দামের ভালো হেডফোন হিসেবে P47 মডেলের হেডফোনের জনপ্রিয়তা রয়েছে। এছাড়া এর সাউন্ড কোয়ালিটিও অনেক ভালো।

পাওয়ার ব্যাংক উপহার

ট্র্যাভেলে গেলে সবচেয়ে বেশি যে গেজেটটির কথা মনে হয় তা হলো পাওয়ার ব্যাংক। স্মার্টফোন কিংবা অন্য কোন রিচার্জেবল ইলেক্ট্রিক গ্যাজেট চার্জ করার জন্য বিপদের কান্ডারি হিসেবে পাশে থাকে এই পাওয়ার ব্যাংক। কম দামে ভালো মানের কয়েকটি পাওয়ার ব্যাংক ব্র্যান্ডের পরামর্শ নিচে দেওয়া হলো-

নগদ টাকা উপহার

কোন অকেশন বলেন বা অন্য যেকোন সময় সকলেই ক্যাশ টাকা পেলে খুব খুশি হয়। তাই নগদ টাকা উপহার দিতে চাইলে ৫০০/১০০০/আপনার সাধ্যমতো টাকা একটি খামের ভেতর তার হাতে দিয়ে বলতে পারেন- “তোর/আপনার জন্য আশে পাশের বেশ কয়েকটি শপিং মল ঘুরেও পছন্দ মতো কিছুই পেলাম না, আর যেগুলো পছন্দ হয় সেগুলো তোর/আপনার আছে, তাই এটা রাখ/রাখেন। সাথে একটু বলে দেন, জিনিসটা হালকা আছে আবার মন চাইলে আবার ব্যবহার করা যায়।

একটু চোখ কান খোলা রেখে উপহার কিনলে কম খরচেরও ভালো কিছু উপহার দিতে পারবেন। তাই যাকে জন্মদিনের উপহার দিবেন তার প্রয়োজন ও পছন্দ কেমন সে সম্পর্কে জানতে হবে। তাছাড়া যাকে জন্মদিনে উপহার দিবেন তার বয়স কত তা আপনার জানা থাকতে হবে।

জন্মদিনে উপহার দেওয়ার মতো বই: কার জন্মদিনে কোন বই

Exit mobile version