বিবাহিত জীবন মধুর করতে কোন কোন বই পড়বেন: বিয়ের আগে ও পরে

এমন কোন ব্যক্তি পাওয়া যাবে না যার মধ্যে বিয়ে নিয়ে কৌতুহল থাকে না। বিয়ে নিয়ে কত শত স্বপ্ন উকি দেয় মনে ঘরে। বেশিরভাগ ক্ষেত্রেই সেই স্বপ্নগুলো হয় রোমাঞ্চকর ও আনন্দের। কিন্তু কল্পনার সাথে বাস্তবের দিকটাও না ভাবলে দাম্পত্য জীবনে সুখী হওয়া মুশকিল হয়ে যায়। এজন্য এমন কিছু বই পড়া উচিৎ যা আপনার দাম্পত্য জীবনে সুখের সন্ধান দেবে। এমন কিছু বইয়ের সম্পর্কে ধারণা পেতে নিচের পড়তে থাকুন:
বিয়ে করার মাধ্যমে দাম্পত্য জীবনের শুরু। দাম্পত্যের এই সফরটা অনেক লম্বা অর্থাৎ একে অপরের চিরসঙ্গী হয়ে যাওয়া। দু’জনের এই লম্বা সফরটা যেন অনাদর, অবহেলায় বরবাদ হয়ে না ওঠে সেজন্য বিয়ের আগে ও পরে এমন কিছু বই পড়ে নিন যা আপনাদের দাম্পত্য জীবন রঙিন ও মধুর করে তুলবে। মধুময় দাম্পত্য জীবনের জন্য বইয়ের তালিকা নিচে দেওয়া হলো। বইগুলো নাম ও লেখকের তথ্যের পাশাপাশি সংক্ষিপ্ত পাঠক রিভিউ পেয়ে যাবেন যা বইগুলো সম্পর্কে আপনি অগ্রিম ধারণা পেয়ে যাবেন।
বিয়েঃ স্বপ্ন থেকে অষ্টপ্রহর বই
বিয়ে স্বপ্ন থেকে অষ্টপ্রহর বইটির লেখক মির্জা ইয়াওয়ার বেইগ। এই বইটি বিবাহিত ও অবিবাহিতদের জন্য সমানভাবে দরকারী। বইটিতে পাত্র/পাত্রী বাছাই করা থেকে শুরু করে মৃত্যুর আগ মুহুর্ত পর্যন্ত মুসলিম দম্পতিদের কি কি করণীয় ও বর্জনীয় সেগুলো সহজ ভাষায় উদাহরণ দিয়ে লেখক বুঝিয়ে দিয়েছেন। বইটির মধ্যে লেখক ভালোবাসার সূত্র দিয়েছেন যা যেকোন দম্পত্তির মনে ধরবে। লেখকের দেওয়া ভালোবাসার সূত্র হলো: ”সত্য বলা+ পারস্পরিক শ্রদ্ধাবোধ+ যত্ন নেওয়া= ভালবাসা”।
পাত্রী পছন্দের ক্ষেত্রে অবিবাহিতদের ভাবনার দুনিয়া পাল্টে যাবে। সবচেয়ে দ্বিধায় পড়বে যাদের আগে থেকেই পছন্দের মানুষ বাছাই করা আছে। অবশ্য ভুল পথে পা বাড়ানোর চেয়ে সাময়িক কষ্ট মেনে নেওয়াই তো ভালো। আর যারা সিঙ্গেল তাদের প্রজ্ঞা ও বিচক্ষণতা বাড়াতে খুব কাজে দেবে। আপনার কাছে পাত্রী, বিয়ে, সম্পর্ক নিয়ে কোন বন্ধু পরামর্শ চাইতে আসলে চোখ বন্ধ করে বইটি হাতে তুলে দেন।
- বইয়ের নামঃ বিয়ে : স্বপ্ন থেকে অষ্টপ্রহর (পেপারব্যাক)
- লেখকঃ মির্জা ইয়াওয়ার বেইগ
- পৃষ্ঠা সংখাঃ ৬২
- বইটির মূল্যঃ এখানে দেখুন
দাম্পত্য জীবন যেভাবে মধুর হয় বই
শতভাগ তিক্ত সত্য কথা হল, বিয়েহীন সমাজের আরেক নাম ব্যভিচারপূর্ণ সমাজ। এজন্যই ইসলামী শরীয়ত পরিষ্কার ভাষায় বিয়ে- শাদির প্রতি সবিশেষ গুরুত্বারোপ করেছে। অধুনা যেসব সমাজ বিয়ে-শাদি থেকে পলায়নের পথ বেছে নিয়েছে, বিয়ে যেখানে উপেক্ষা করা হয়; দেখবেন, সেসব সমাজে যৌনতা থৈ থৈ করে। পাপাচারে ডুবে যাওয়া জীবন পবিত্র শরীয়তে কাম্য নয়। এজন্য ইসলামী শরীয়াহ স্পষ্টভাবে বলে, তুমি বিয়ে-শাদি কর। এতে তোমার জীবন পবিত্র রাখতে পারবে।
বিয়ের বিধান না থাকলে পুরুষরা নারীদেরকে খেলনা সামগ্রী মনে করত। সমাজে নারীর কোনো মর্যাদা থাকতো না। নারীর দায়িত্বভার কেউ নিত না। ইসলামী শরীয়াহ এজন্যই পুরুষদেরকে বলে, যদি তুমি নারীসঙ্গ পেতে চাও তাহলে তার দায়িত্বভার পরিপূর্ণভাবে তোমাকেই নিতে হবে ।
- বইয়ের নামঃ দাম্পত্য জীবন যেভাবে মধুর হয়
- লেখকঃ মাওলানা তারিক জামিল
- পৃষ্ঠা সংখাঃ ১২৮
- বইটির মূল্য: এখানে দেখুন
কুররাতু আইয়ুন: যে জীবন জুড়ায় নয়ন এবং যে জীবন জুড়ায় মনন
কিছু বই পড়তে পড়তে নিজের অজান্তেই মনে প্রচণ্ড আঁচড় কাটতে পারে। কুররাতু আইয়ুন সিরিজের বইগুলো ঠিক তেমনি। বইটির মধ্যে পারিবারিক জীবনে দাওয়াহ, বিয়ে, সংসার, সন্তানাদির ব্যাপারে খুব ভালো দিকনির্দেশনা দিয়েছেন কুররাতু আইয়ুন-১ এ। অন্যদিকে কুররাতু আইয়ুন-২ বইয়ে স্থান পেয়েছে নারী শিক্ষা, যৌন শিক্ষা, ইসলামী আচারবিধিসহ পেশাজীবনের বাস্তবধর্মী রহস্য।
এক লাইনে বলতে গেলে বিবাহিত (সাংসারিক) জীবনে সুখের সূত্র মেলাতে কুররাতু আইয়ুন ১ম খন্ড ও ২য় খণ্ড বই দু’টির কাছে আপনি ঋণী হয়ে থাকবেন।
- বইয়ের নামঃ কুররাতু আইয়ুন (১ম ও ২য় খণ্ড)
- লেখকঃ ডা. শামসুল আরেফীন
- পৃষ্ঠা সংখাঃ ১১৮
- বইটির মূল্যঃ এখানে দেখুন
কামরস গুপ্ত বই
নীলপায়রা ফাউন্ডেশন কাজ করে মানুষের যৌন স্বাস্থ্য , সমাজ ও পারিপার্শ্বিক বিষয় নিয়ে । এটি কোন নির্দিষ্ট ব্যক্তির তত্ত্বাবধানে নয়। কয়েকজন টিম মেম্বার নিয়ে তাদের বাস্তব অভিজ্ঞতা কাজে লাগিয়ে নীলপায়রা ফাউন্ডেশনের ব্যানারে বইটি লেখা হয়েছে।
কামরস গুপ্ত বইটির মূল বিষয়বস্তু হলো:
- বইয়ের নামঃ কামরস গুপ্ত (ইবুক)
- লেখকঃ মাওলানা তারিক জামিল
- পৃষ্ঠা সংখাঃ ১৬৮
নারী-পুরুষের আধুনিক ও গোপন মাসয়ালা বই
বইয়ে নিয়ম-কানুনগুলো খুব সুন্দররুপে উপস্থাপন করা হয়েছে। একজন নারী কিংবা পুরুষ উভয়েরই এই নিয়ম গুলো বাস্তব জীবনের জন্য জানা দরকার। শুনতে একটু হাস্যকর মনে হলেও বলতে হচ্ছে বইটি সমসাময়িক সময়ের ডাক্তারি বই। সচরাচর সমস্যাগুলোর চিকিৎসা পদ্ধতির খুব গুরুত্বসহকারে বর্ণনা করা হয়েছে এবং সুষ্ঠু সমাধানও দেয়া হয়েছে। বইটির সূচিপত্র পড়লেই ধরে নিন আপনি বইটি পড়ার জন্য লিস্টে রাখছেন।
- বইয়ের নাম: নারী-পুরুষের আধুনিক ও গোপন মাসয়ালা
- লেখক: মুফতি আব্দুল মাবুদ কাসেমি , ডা. আফতাব আহমাদ শাহ্
- পৃষ্ঠা সংখ্যাঃ ২০৮
- বইটির মূল্য: এখানে দেখুন
বিবাহ-পাঠ বই
যারা বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের বলবো বইটি পড়ুন। কারণ এই বইটি আপনাকে বিয়ে করার জন্য পূর্ণাঙ্গ গাইডলাইন দিবে। কেমন মেয়ে বিয়ে করবেন, পাত্রীকে সাথে কি কথা বললে তার দ্বীনদারিতা সম্পর্কে জানতে পারবেন। লেখক শামসুল আরেফীনের বিবাহ বইটি থেকে আপনি এমন কিছু জিনিস জানতে পারবেন যা আপনার ঈমানি চেতনাকে কয়েকগুন বৃদ্ধি করবে।
- বইয়ের নামঃ বিবাহ-পাঠ
- লেখকঃ ডা. শামসুল আরেফীন
- পৃষ্ঠা সংখ্যাঃ ১৬৮
- বইটির মূল্য: এখানে দেখুন
ভালোবাসার চাদর
আপনি মুসলিম ও মানুষ হলেই এই বইটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ন , আপনাকে বিয়ে করার পুর্বে এবং পরে দুই সময়েই এই জ্ঞান কল্যান দানে অব্যাহত থাকবে। দাম্পত্য জীবনকে মূল্যায়ন না করে আমরা কর্ম জীবনের প্রতি অধিক ঝুকে পড়ি। অথচ দাম্পত্য জীবনই আমাদের অন্য যেকোন কিছুর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। দাম্পত্য জীবনে অশান্তি থাকলে তা সকাল থেকে রাত পর্যন্ত আপনার সব কাজের প্রভাবিত করবে। তাইতো এখনো যারা এই পথে যাত্রা শুরু করেননি তাদের এ বিষয়ে অনেক জানার দরকার, আর যারা এই পথে হাঁটতে হাঁটতে ক্লান্ত বা ভয় পাচ্ছেন তাদের জন্যই লেখকের অনবদ্য আবিষ্কার ’ভালােবাসার চাদর’ বইটি । নিজের সাথে সঙ্গীকেও জড়িয়ে রাখুন আপনার মধ্যে।
- বইয়ের নামঃ ভালোবাসার চাদর
- লেখকঃ ড. আবু আমিনাহ বিলাল ফিলিপ্স , মুহাম্মদ বিন মুস্তাফা আল-জীবলী , আব্দ আল আহাদ (অনুবাদক)
- পৃষ্ঠা সংখ্যাঃ ১৯২
- বইটির মূল্য: এখানে দেখুন
বন্ধন
পারিবারিক জীবনে ছোট ছোট সমস্যা (যেসব আসলেই খুব গুরুত্বপূর্ণ) লেগেই থাকে। এসব সমস্যার ফলে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে সম্পর্কের অবনতি হয়। এ ধরণের সমস্যা থেকে বের হওয়ার উপায় এবং কিভাবে পারিবারিক সম্পর্ক সুদৃঢ় করা যায় তা অত্যন্ত সাবলীল ভাষায় বইয়ের মধ্যে উপস্থাপন করা হয়েছে।
- বইয়ের নামঃ বন্ধন
- লেখকঃ নোমান আলী খান
- পৃষ্ঠা সংখ্যাঃ ১৪৪
- বইটির মূল্য: এখানে দেখুন
বিয়ের আগে ছেলেদের জন্য বই :
★ দ্য কেয়ারিং হাজব্যান্ড
★ মুহসিনীন
★ বিয়ের আগে ফ্যান্টাসি নয়, চাই বাস্তব প্রস্তুতি
★ এখন যৌবন যার
★ বিয়ের এপিঠ ওপিঠ
বিয়ের আগে মেয়েদের জন্য বই:
★ দ্য কেয়ারিং ওয়াইফ
★ মুহস্বানাত
★ বিয়ের আগে ফ্যান্টাসি নয়, চাই বাস্তব প্রস্তুতি
★ বিবাহ পাঠ
★ বিয়ের এপিঠ ওপিঠ
বিয়ে দুই অক্ষরের এমন একটি শব্দ যার মধ্যে বিনা বাধনের এক বিশাল যোগসূত্র রয়েছে। কিন্তু এমন বিয়ে করবেন না যেন বিয়ের মাধ্যমেই আপনার সব শেষ হয়ে না যায়। কারণ এটা তো মাত্র শুরু। সেই শুরুটা হবে নতুন এক সম্পর্কের, অচেনা জীবনের, নতুন কিছু দায়িত্ববোধের। অথচ সবচেয়ে কষ্টের ব্যাপার এই অতি গুরুত্বপূর্ণ ধাপ, দাম্পত্য জীবন আমরা শুরু করি একেবারে অজ্ঞতা থেকে। সেই অজ্ঞতা দূর করার জন্যই আপনার জন্য আমাদের এই আর্টিকেলটি শেয়ার করা।
সকল বুক রিভিউ এখানে