স্ত্রীর জন্য উপহার

স্ত্রীকে উপহার দেওয়ার মতো বই: Gift idea

একটা ভালো বই একটা মানুষকে বদলে দিতে পারে। এখান থেকেই শুরু হতে পারে তার বই ভালো লাগা ও বই পড়ার যাত্রা। বই পড়ার ফলে আপনার কাছের এই মানুষটির মন নরম ও তার ভিতরের ভালো স্বত্ত্বাটা জেগে উঠতে পারে। এই আর্টিকেলটিতে এমন কয়েকটা বইয়ের সন্ধান দেওয়া হয়েছে যেগুলো আপনার স্ত্রীকে উপহার দেওয়ার জন্য

সুখময় জীবনের সন্ধানে – ড. মুহাম্মদ ইবনে আবদুর রহমান আরিফী

আরবের বিশিষ্ট আলেম ও দাঈ শায়খ মুহাম্মদ বিন আব্দুর রহমান আরিফী কর্তৃক রচিত বিখ্যাত গ্রন্থ ‘ইস্তামতি বিহায়াতিক‘ -এর অনুবাদ করেছো। নববী আদর্শের আলোকে ‘জীবন উপভোগ করুন’ বইটি আপনার জীবন সাজাতে সাহায্য করবে। আপনি তথা আপনার সংসার, পরিবারে সুখ ও সমৃদ্ধি এবং নববী আখলাক দিয়ে চারপাশের সকলের মন জয় করা যায় কিভাবে তার পূর্ণাঙ্গ গাইড লাইন পাবেন বইটিতে।

আমার বিশ্বাস বইটি আপনাকে ভেঙ্গে নতুন করে গড়ে তুলতে সাহায্য করবে। শান্তির সমীরণ যেখানে প্রবাহিত হবে অবিরাম অবিরত। ড.মুহাম্মদ ইবনে আরিফি এমন একজন লেখক ও দাঈ যার কণ্ঠ বাতিলের মসনদ কাঁপিয়ে দিত। মুহাম্মদ বিন আব্দুর রহমান আরিফী এর লেখা অধিকাংশ বই-ই সমাজে আলোড়ন সৃষ্টি করতে সক্ষম হয়েছিলো। সেসময় জীবন উপভোগ করুন বইটি বাজার আসার ১ম বছরেই ১০,০০,০০০ কপি বিক্রি হয়। বলা বাহুল্য বইটি আপনার জীবনকে বিরাটভাবে প্রভাবিত করবে। জীবনে অন্যরকম শান্তি আসবে যা আগে অনুভব করেননি, তাই দ্বিধান্বিত না হয়ে বইটি পড়া শুরু করুন আর আর জীবন উপভোগ করুন।

বেলা ফুরাবার আগে – আরিফ আজাদ

বর্তমান যুগের মানুষগুলো নানাভাবে হারাম সম্পর্কে জড়িয়ে যাচ্ছে। এতে তার সময়, ক্যারিয়ার তথা জীবনটা হতাশার মধ্যে ডুবিয়ে দিচ্ছে। কুরআন হাদিসের আলোকে বেলা ফুরাবার আগে বইটির মধ্যে এই মানুষগুলোর মুক্তি উপায় বাতলে দেওয়ার চেষ্টা করেছেন।

বইটিতে রড্রিগেজ নামের এক ক্যান্সার আক্রান্ত বিশ্ববিখ্যাত ফ্যাশন ডিজাইনারের জীবনের অভিজ্ঞতা তুলে ধরেছেন। ভোগ বিলাসিতা করার জন্য নামী দামী ব্র্যান্ডের দরকারি প্রায় সবই সেই মহিলার থাকা স্বত্ত্বেও সে এসবের কিছুই ব্যবহার করে যেতে পারেননি। ব্যবহার করতে হয়েছে হাসপাতালের দেওয়া একটি মাত্র চাদর। সেই নারীর নির্মম পরিস্থিতি বইটির মধ্যে গল্প আকারে চমৎকার ভাবে ফুটিয়ে ‍তুলেছেন। মূলত তার এই ইতিহাস থেকেই শ্রদ্ধেয় লেখক আরিফ আজাদ বইটির নাম দিয়েছেন বেলা ফুরাবার আগে

ইলাল উখতিল মুসলিমা– মাজিদা রিফা

কিছুক্ষণ ভাবুন-আপনি কে? আপনি কি করছি? একজন মুসলিমা নারী হিসেবে শুধু বেঁচে থাকার নাম যে জীবন নয় তা অত্যন্ত সুন্দরভাবে বইটির মধ্যে বুঝানো হয়েছে। নারীর ঘরোয়া জীবন, সৌন্দর্যচর্চা, শিক্ষা, কর্মক্ষেত্র নিয়ে ভাবনার প্রকৃত রস একজন নারী এই বই থেকে আস্বাদন করতে পারবেন।

ক্ষণস্থায়ী এই জীবনে সুখী হওয়ার সাথে পরলোক জীবনে সুখ ও সফলতা সম্পর্কে বইটি একজন নারীর জন্য আদর্শ হতে পারে। ইলাল উখতিল মুসলিমা বই এর মধ্যে পাবেন একজন নারীর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক তাঁর স্বামী, সংসার ও সন্তান সম্পর্কে গাইডলাইন। সাথে সাথে কিভাবে পরিপূর্ণ নারী হয়ে এই জীবনে ও পরের জীবনের দিকে প্রত্যাবর্তন করবেন তার উপায়।

এছাড়াও আপনার স্ত্রীকে উপহার দেওয়ার মতো আরো কিছু বইয়ের তালিকা নিচে দেওয়া হলোঃ

  • খাতুনে জান্নাত হযরত ফাতেমা (রাঃ)- হযরত মাওলানা মুফতী মুহাম্মদ শফী (রহ.), আনোয়ারা বেগম
  • জান্নাতী রমণী – মুহা: আব্দুল্লাহ্ আল কাফী
  • অবিশ্বাসী কাঠগড়ায় – রাফান আহমেদ
  • আহকামুন নিসা – মাওলানা মুহাম্মদ হেমায়েত উদ্দীন
  • ঈমান সবার আগে – মুফতি আব্দুল মালেক
  • বাঙালী জীবনে রমণী – নীরদচন্দ্র চৌধুরি
  • সঙ্গিনী সুন্দরী – আবু কায়সার

আরও উপহার আইডিয়া পেতে এখানে দেখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button