ছোট মেয়েদের জন্মদিনের উপহার আইডিয়া-Gift idea

ছোট মেয়েদের জন্মদিনের উপহার আইডিয়াগুলো শেয়ার করার সময় বাচ্চার বেড়ে ওঠার কথা চিন্তা করা হয়েছে। বাচ্চার ব্রেইন সহায়ক ও ভবিষ্যতের কথা চিন্তা করে গিফট বাছাই করা হয়েছে। আশা এখানে শেয়ার করা গিফট আইডিয়া গুলো আপনার উপকারে লাগবে।
গল্পের বই
বই একটি বাচ্চার মেধা বিকাশের প্রধান হাতিয়ার। ছোট থেকে বইয়ের প্রতি আগ্রহ গড়ে উঠলে ধরে নিতে পারেন সামনে সে ভালো কিছুই করতে চলেছে। বড়দের উচিৎ বাচ্চার পড়ার আগ্রহ বাড়ানোর জন্য মজার মজার শিক্ষণীয় ও বাচ্চাদের আকৃষ্ট করে এমন গল্পের বই হাতে তুলে দেওয়া।
বিজ্ঞান বাক্স
বিজ্ঞান বাক্স বাচ্চাদের ছোট থেকেই সাইন্স এক্সপেরিমেন্ট বা বিজ্ঞানের বিভিন্ন বাস্তব পরীক্ষার প্রতি আগ্রহী করে। এই উপহারটি তুলনামূলক একটু বড় বাচ্চাদের জন্য। বিশেষ করে যাদের মধ্যে বিজ্ঞানের ওপর আগ্রহ আছে।একটা সাইন্স এক্সপেরিমেন্ট কিটের মধ্যে প্রায় সকল ধরণের যন্ত্রাংশগুলিই থাকে যেগুলি বাচ্চার মেধা বিকাশে বিশেষ ভূমিকা রাখবে।
টেডি বিয়ার
মেয়ে বাচ্চারা সাধারণত পুতুল জাতীয় জিনিসের প্রতি একটু বেশিই আকৃষ্ট হয়। গিফট হিসেবে টেডি বিয়ার পেলে প্রায় সকল মেয়ে বাচ্চাই খুশি হবে। ১০০০ টাকার মধ্যে উপহার হিসেবে টেডি বিয়ার বেশ ভালোই হবে।
মেকাপ বক্স
মেয়ে বাচ্চার সাজুগুজুর জন্য গিফট হিসেবে ভালো মানের একসেট বেবি মেকাপ বক্স কিনে দিতে পারেন। ১০০০ টাকার মধ্যে গিফট আইডিয়া হিসেবে মেকাপ বক্স সুন্দর উপহার হবে।
মুভিং পুতুল
মেয়ে বাচ্চারা পুতুল খেলা করতে বেশ স্বাচ্ছন্দবোধ করে। তাই গিফট হিসেবে ভালো মানের মুভিং ডল বাছাই করতে পারেন। ১৫০০ বা ২০০০ টাকার মধ্যে কোয়ালিটিফুল বেবি ডল পেয়ে যাবেন।
রুম ডেকোরেশন লাইট
বাচ্চার নিজের কক্ষ পরিপাটি ও সাজ সজ্জার জন্য তার জন্মদিনে ডেকোরেশন লাইট গিফট করতে পারেন। তবে লাইট কেনার সময় খেয়াল রাখবেন বিভিন্ন কালারের লাইট হয় যেন। তাছাড়া লাইট যদি একটু টিপ টিপ করে জ্বলে তাহলে দেখতে আরো ভালো লা
আর্ট কিট (Art kit)
বাচ্চা যতো বেশি আঁকাআঁকি করবে তত বেশি শিখবে। তার ব্রেইন ডেভেলপের কথা চিন্তা তাকে আর্ট করার ফুল প্যাকেজ হিসেবে এক সেট আর্টি কিট গিফট করতে পারেন।
টিফিন বক্স
বাচ্চার স্কুলে খাবার দেওয়ার জন্য টিফিন বক্স খুব দরকার হয়। বাচ্চার জন্য ৩০০ টাকার মধ্যে টিফিন বক্স পেয়ে যাবেন। একদিকে যেমন কম টাকায় গিফট কিনতে পারবেন সেই সাথে বাচ্চার দৈনন্দিন টিফিন ক্যারিয়ার পেয়ে বাচ্চাও অনেক খুশি হবে।
ওয়াটার বোতল
৩০০ টাকার মধ্যে উপহার হিসেবে ভালো মানের পানির বোতল পেয়ে যাবেন। ইউনিক গিফট আইডিয়া হিসেবে আদর্শ পানির বোতল একটি ভালো গিফট হতে পারে। এই গিফট গুলোর মূল্য তুলনামূলক কম হলেও যে কেউ এমন গিফট পেয়ে সাধুবাদ জানাবে কারণ ভালো পানির বোতলে পানির গুণমান ভালো থাকে। এই গিফটের মধ্যে অটোমেটিক ছোট বাচ্চার জন্য আপনার কেয়ারিং এর চিত্র ফুটে ওঠে।
ডায়ারি
যখন থেকে বাচ্চারা নিজের মনে ভাব লেখা শিখবে তখন তাদের জন্য ডায়ারি গিফট করতে পারেন। ৩০০ টাকার মধ্যে বাচ্চাদের জন্য ভালো ডায়ারি কিনতে পারবেন। এটি তাদের নোট করার অভ্যাস তৈরি করতে সাহায্য করবে।
মাটির ব্যাংক
বাচ্চাদের সঞ্চয়ের মনোভাব গড়ে তুলতে তাদের অবচেতন মনকে একটি মাটির ব্যাংক বা প্লাস্টিকের ব্যাংক গিফট করুন। তবে এই গিফট আপনি কোন অনুষ্ঠানে না দিয়ে বরং কোন অকেশন ছাড়া হুট করে গিফট করতে পারেন।
বালু টাইমার স্যান্ড দিয়ে গড়া গাড়ি
প্লাস্টিকের তৈরি খেলনা গাড়ি দিয়ে খেলতে খেলতে বাচ্চারা এক সময় বিরক্ত হয়ে ওঠে। আপনার একটি গিফট যদি বাচ্চার ভালো চিন্তা করতে শেখায় তবে ক্ষতি তো নেই। টা হল বিশেষ এক ধরণের বালি যা কাদামাটির অনুরূপ, আর এটিকে একবার ছাঁচে ফেললে তা তার আকারটিকে অনেককাল ধরে রাখতে পারে। সুতরাং তাকে স্যান্ডের গাড়ি গিফট করতে পারেন।
এছাড়াও বাচ্চাদের জন্য নিচের যেকোন গিফট থেকে আপনার পছন্দ মতো সিলেক্ট করতে পারেন:
- গাড়ি
- দুরবিন
- স্কুল ব্যাগ
- রং পেন্সিল
- আর্ট কিট
- বার্বি ডল
- বাবল মেশিন
- চকলেট বক্স
- জামা
- ব্রেসলেট তৈরীর কিট
- এলসিডি রাইটিং ট্যাবলেট
- হাউজ বিল্ডিং টয়েস