ঠিক কোন উপহারটি দিলে প্রিয় মানুষটি খুশি হবে তা আমরা বুঝে উঠতে পারি না। আর অধিকাংশ মেয়েরাই খুব চুজি হয়। তাই মেয়েদের উপহার দেওয়ার সময় তাদের পছন্দের জিনিসটি দেওয়া নিয়ে খটকা লাগে। এজন্য তার কাছ থেকে কৌশলে তার প্রয়োজন বা পছন্দ সম্পর্কে জেনে নিতে পারেন। আর আপনি যদি ক্রিয়েটিভ কিছু করতে চান তাহলে এই আর্টিকেলটি উপহার নির্বাচন করা জন্য আপনাকে সাহায্য করবে।
ছোট মেয়েদের জন্য গিফট
ছোট্ট মেয়েকে আদর করে আপনি যা দিবেন সেটিই তার জন্য আশির্বাদ। আমরা অধিকাংশ সময় বাচ্চাদের গিফট করার সময় বাচ্চার চেয়ে বাচ্চার বাবা মা কে খুশি করার জন্য গিফট করতে পছন্দ করি সঠিক না। তাই বাচ্চার খুশি ও প্রয়োজনের কথা চিন্তা করেই গিফট নির্বাচন করবেন।
- চকলেট বক্স
- জুতা
- অর্নামেন্টস বক্স
- বাস্তবধর্মী গল্পের বই
স্কুলে পড়া মেয়েদের জন্য গিফট
স্কুলে পড়া মেয়েদের বয়স ও তাদের ব্র্রেইন ডেভেলপের কথা চিন্তা করে গিফট করার চেষ্টা করবেন। আর আর্থিক ভাবে খুব স্বচ্ছল না হলে সেই মেয়ের প্রয়োজনকে প্রাধান্য দিয়ে গিফট নির্বাচন করবেন। কারণ এই মেয়ে গুলো সাধারণত খুব লাজুক টাইপের হয় ফলে বাবা মা অস্বচ্ছল হলে মেয়েগুলো তাদের প্রয়োজনী উপকরণ গুলো ফুলফিল করে উঠতে পারেনা।
- টাইম ম্যানেজমেন্ট সম্পর্কিত বই (সকলের পড়া উচিৎ টাইম ম্যানেজমেন্ট উইথ ইসলাম বইটি)
- সুন্দর শোপিচ
- ভালো মানের ট্যাব
- হাতঘড়ি (মেয়েদের হাতঘড়ি এখানে দেখুন)
- চকলেট ও ফুল এক সাথে
- ওকেশনাল শাড়ি
- রেশমি চুড়ি
কলেজে পড়া মেয়েদের জন্য গিফট
কলেজে পড়া মেয়েদের জন্য গিফট করার সময় বেশ কেয়ারিং হওয়া চাই। কারণ এটি এমন একটা বয়স যে বয়সে তারা নিজেদের যেন হারিয়ে না ফেলে সেদিকটা বিবেচনা করে গিফট করতে হবে। সেক্ষেত্রে আমাদের সাজেশন থাকবে তাকে কিছু মোটিভেশনাল, টাইম ম্যানেজমেন্ট সম্পর্কি কিছু বই গিফট করার জন্য।
- মোটিভেশনাল বই (মোটিভেশনাল বইয়ের তালিকা এখানে)
- ভালো মানের হিজাব
- ফেসিয়াল কিট
- এয়ারবাড (বিভিন্ন এয়ারবাডের মূল্য দেখুন)
- ডায়রী
- পাওয়ার ব্যাংক (পাওয়ার ব্যাংক এখানে)
বিশ্ববিদ্যালয়ে পড়া মেয়েদের জন্য গিফট
এ সময় তাদের ক্যারিয়ার ও মাঝে মাঝে ট্র্যাভেলে করা প্রয়োজন হয়। তাই এই ব্যাপারগুলো গুরুত্ব দিয়ে গিফট বাছাই করতে পারেন।
- ওয়ারলেস হেডফোন
- ক্যারিয়ার সম্পর্কিত বই
- কোয়ালিটি সম্পন্য ব্যাকপ্যাক
- হেয়ার স্ট্রেইট ব্রাশ
- মোবাইল চার্জ দেওয়ার পাওয়ার ব্যাংক
ছাত্রীর জন্য গিফট
- টাইম ম্যানেজমেন্ট উইথ ইসলাম- আহমেদ ফারুক, প্যারাডক্সিক্যাল সাজিদ- আরিফ আজাদ, জিতবে – শিব খেরা, বই থেকে কোন একটি বই উপহার দিতে পারেন।
- সাইন্টিফিক ক্যালকুলেটর
- হাতঘড়ি (হাতঘড়ি এখানে দেখুন)
বান্ধবীর জন্য গিফট
- বন্ধুত্ব সম্পর্কিত বই
- লেডিস পারফিউম
- হ্যান্ড ব্যাগ
- হেডফোন (হেডফোন এখানে দেখুন)
- ফটো এ্যালবাম/ফটো ফ্রেম (ছবিসহ)
- পায়েল
- ডায়রী
- Dio, laudar, chanel ব্র্যান্ডের ফাউন্ডেশন , আইলাইনার্, লিপস্টিক জাতিয় মেকাপ আইটেম দিতে পারেন।
হবু বউয়ের জন্য গিফট
নতুন বউ ও তার নতুন সংসারের কথা চিন্তা করে বিয়েতে গিফট আইটেম নির্বাচন করবেন। গিফটি যেন এমন হয় সে তার নতুন সংসার সাজাতে তা কাজে লাগাতে পারে।
- কাছের আত্মীয় ও বাজেট বেশি হলে সোনার তৈরি কোন গয়না।
- ভালো ব্রান্ডের একটি বা দু’টি শাড়ি গিফট করতে পারেন।
- বড় লাগেজ (চাকা লাগানো থাকতে হবে) উপহার হিসেবে দিতে পারেন।
- ইলেক্ট্রিক চুলা।
- মাইক্রোওয়েভ ওভেন।
- ননস্টিক কুকিং সেট।
- ডিনার সেট।
- প্রেসার কুকার।
স্ত্রীকে কি উপহার দিবেন
প্রিয় বউকে খুশি করতে হলে মাঝে মাঝে কিছু গিফট করতেই হয়। অনেক স্ত্রী মুখে হয়তো বলে না কিন্তু এটা সত্য যে গিফট পেতে কে না খুশি হয়। তাই নিজেদের মধ্যে ভালোবাসর গভীরতা আরও একটু বাড়ানোর জন্য হলেও মাঝে মাঝে তাকে কিছু গিফট করতে পারেন।
- স্ত্রীর জন্য উপযুক্ত বই (স্ত্রীকে উপহার দেওয়ার মতো বই এখানে)
- পারফিউম
- হেয়ার স্ট্রেইনার
- বাজেট বেশি হলে একটি আপডেট মোবাইল উপহার দিতে পারেন।
- ভ্যাকিয়ুম ক্লিনার
- ইন্ডোর প্লান্ট
- বাজেট বেশি ভালো ক্যামেরা ও কমপক্ষে ৪ জিবি র্যামের একটা স্মার্ট ফোন গিফট করতে পারেন।
সন্তান সম্ভবা নারীদের জন্য উপহার
হবু মায়েরা নিজের চেয়ে নবজাতক বাচ্চার জন্য কিছু দিলে বেশি খুশি হন। আর যদি হয় প্রথম সন্তান তাহলে তো কোন কথায় নেই।
- বেবি পাউডার
- বেবি সাবান
- বেবি ওয়েল
- বেবি সফট তোয়ালে
- বেবি কোট
বয়স্ক মহিলাদের জন্য গিফট
বয়সের ভারে এ সময় তারা নিজেদের খেই হারিয়ে ফেলে। তাই তাদের নিজেকে ফিরে পাওয়ার ছোট্ট প্রয়াসের কথা চিন্তা করে কিছু গিফট করবেন।
- স্মার্ট লাঠি
- হট ওয়াটার ব্যাগ
- জায়নামাজ
- নামাজ রিমাইন্ডার ঘড়ি (যেহেতু এ সময় তাদের খেয়াল কমে যায়)
প্রিয় মানুষগুলোকে গিফট করা নিয়ে আমাদের সকল আয়োজন এখানে দেখুন