Gift

গিফটের জন্য সেরা বই (কার জন্য কোন বই)

বই মানুষের এমন প্রতিবেশি, যার সাথে কখনোই ঝগড়া হয় না, কোনদিন মন-মালিন্যও হয় না। বই আপনার অনুভূতির ঘরে প্রবেশ করে আপনার মনস্তাত্ত্বিক বিকাশ ঘটানোর অন্যতম চাবি। ভালো বই পড়া মানে বিগত শতাব্দীর সবচেয়ে জ্ঞানী মানুষদের সাথেই কথা বলা । আমাদের আত্মার মাঝে জমাট বেধে যে বরফের স্তুপ জমা হয় সেই বরফ ভাঙার কুঠার হলো বই। বই এমন সম্পদ, যার সাথে আপনি পার্থিব কোনো সম্পদের সাথে তুলনা করতে পারবেন না। বই উপহার দেওয়ার মাধ্যমে প্রিয়জনকে মানসিক উন্নয়নের রাস্তা দেখিয়ে দেওয়া। অন্য যেকোন কিছুর বদলে প্রিয়জনকে বই উপহার দিন। বই উপহার দেওয়ার আগে আপনাকে জানতে হবে কার জন্য কোন বই উপহার দিতে হয় যা এই আর্টিকেল সম্পূর্ণ পড়লেই বুঝতে পারবেন।

পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বই আল কোরআন তাই যেকোন বই থেকে বাংলা তফসির সহ আল কোরআন হতে পারে শ্রেষ্ঠ উপহার।

জন্মদিনে উপহার দেয়ার মতো বই

  • দ্য গ্রেট গ্যাটসবি – এফ. স্কট. ফিটজিরাল্ড, রেজবিন নাহার মোনালিসা (অনুবাদক)
  • জন্মদিনের উপহার – হুমায়ূন আহমেদ
  • জন্মদিনে – রবীন্দ্রনাথ ঠাকুর
  • দ্য ডায়েরি অভ এ ইয়ংগার্ল (জন্মদিন টা যদি কোন মেয়ের হয় তাহলে বইটি তাকে দিতে পারেন)- অ্যানা ফ্রাঙ্ক, জাকির শামীম (অনুবাদক)
  • টু কিল এ মকিংবার্ড – হারপার লী , খালেদ হাসান (অনুবাদক)
  • প্রাইড এন্ড প্রেজুডিস – জেন অস্টিন , বদরে আলম খান (অনুবাদক)
  • টাইম মেশিন – এইচ জি ওয়েলস
  • পার্থিব ও দূরবীন – শীর্ষেন্দু মুখোপাধ্যায়
  • থিংকিং ফাস্ট অ্যান্ড স্লো – ডেল কার্ণেগী
  • ছাড়পত্র – সুকান্ত ভট্টাচার্য

বিয়েতে গিফট করার মতো বই

লাভ ক্যান্ডি
  • লাভ এন্ড রেসপেক্ট (দাম্পত্য সুখের অজানা রহস্য) বই – মূল লেখক ড. এমারসন এগারিচেস, বাংলায় অনুবাদ করেছেন- রোকন উদ্দিন খান
  • খেলারাম খেলে যা – সৈয়দ শামসুল হক
  • পৃথিবী শুধু বিবাহিত পুরুষদের জন্য (বইটি বরকে দেওয়ার চেষ্টা করবেন, তবে যে নব বধুর মধ্যে কিউরেসিটি বেশি থাকলে তাকেও দিতে পারেন) – জ্যাকি কলিন্স
  • গুড নাইট – নিমাই ভট্টাচার্য
  • আমার এ দেহখানি – পূরবী বসু
  • লাভ ক্যান্ডি – জাফর বিপি
  • সঙ্গিনী সুন্দরী – আবু কায়সার
  • মধুচক্র – শক্তিপদ রাজগুরু
  • বিবর – সমরেশ বসু
  • প্রজাপতি – সমরেশ বসু

বন্ধুকে গিফট করার মতো বই

  • টাইম ম্যানেজমেন্ট – ব্রায়ান ট্রেসি (বাংলা অনুবাদ)
  • অফ মাইস অ্যান্ড মেন – জন স্টেইনবেক
  • হাউ টু উইন ফ্রেন্ড অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল – ডেল কার্ণেগী
  • টাইম মেশিন – বইটি লিখেছেন মোঃ সোহান হায়দার , মার্ক অনুপম মল্লিক
  • গিলগামেশ মেসোপোটেমিয় মহাকাব্য – কামাল রাহমান (সম্পাদক)
  • প্যারাডক্সিক্যাল সাজিদ – আরিফ আজাদ
  • আট কুঠরি নয় দরজা – সমরেশ মজুমদার
  • অঙ্ক ভাইয়া – চমক হাসান
  • দ্যা মাজিক অব রিয়ালিটি – রিচার্ড ডকিন্স
  • প্যারাডক্সিক্যাল সাজিদ ২ – আরিফ আজাদ

বান্ধবীকে উপহার দেওয়ার মতো বই

  • মোস্তফা চরিত – আকরাম খা
  • বিশ্বাসের বিবর্তন – মাহমুদ শামসুল হক
  • সৌভাগ্যের পরশমনি (১-৪) – ঈমাম গাজ্জ্বালী
  • যে ভাবে আমি সত্যকে পেয়েছি – ঈমাম গাজ্জালী
  • শেষের কবিতা – রবীন্দ্রনাথ ঠাকুর
  • আল বিদায়া ওয়ান নিহায়া – ইবনে কাসির
  • সোজন বাদিয়ার ঘাট – জসীম উদদীন
  • এপিটাফ – সাজিদ ইসলাম
  • ভুল সংশোধন – হযরত মাওলানা শামসুল হক
  • কড়ি দিয়ে কিনলাম – বিমল মিত্র

স্ত্রীকে উপহার দেওয়ার মতো বই

  • নববী আদর্শের আলোকে সুখময় জীবনের সন্ধানে – ড. মুহাম্মদ ইবনে আবদুর রহমান আরিফী
  • বেলা ফুরাবার আগে – আরিফ আজাদ
  • ইলাল উখতিল মুসলিমা – মাজিদা রিফা
  • খাতুনে জান্নাত হযরত ফাতেমা (রা.) – হযরত মাওলানা মুফতী মুহাম্মদ শফী (রহ.), আনোয়ারা বেগম
  • জান্নাতী রমণী – মুহা: আব্দুল্লাহ্ আল কাফী
  • অবিশ্বাসী কাঠগড়ায় – রাফান আহমেদ
  • আহকামুন নিসা – মাওলানা মুহাম্মদ হেমায়েত উদ্দীন
  • ঈমান সবার আগে – মুফতি আব্দুল মালেক
  • বাঙলী জীবনে রমণী – নীরদচন্দ্র চৌধুরি
  • সঙ্গিনী সুন্দরী – আবু কায়সার

নারীদের উপহার দেওয়ার মতো বই

  • জীবন যদি হতো নারী সাহাবীর মতো – ড. হানান লাশিন
  • তুমি ফিরবে বলে (এই বইটির একাধিক ভার্সন রয়েছে। নারীদের দেওয়ার জন্য কভারে ফিমেইল ভার্সন লেখা দেখে নিবেন) – জাকারিয়া মাসুদ
  • সমতাই কি জাস্টিস? – ইয়াকুব আলী
  • হিজাব আমার পরিচয় – জাকারিয়া মাসুদ
  • ফেরা-১ – সিহিন্তা শরীফা, নাইলাহ আমাতুল্লাহ
  • প্রত্যাবর্তন সংকলন: আরিফ আজাদ
  • বেলা ফুরাবার আগে – আরিফ আজাদ
  • ফেরা-২ – বিন্তু আদিল
  • সুখের নাটাই – আফরোজা হাসান
  • ভ্রান্তিবিলাস – জাকারিয়া মাসুদ

স্কুল পড়ুয়াদের উপহার দেওয়ার মতো বই

  • তুমিও জিতবে – শিব খেরা
  • দ্য পাওয়ার অব হ্যাবিট – বইটির লেখক কিশোর পাশা ইমন
  • দ্য পাওয়ার অব ইউর সাবকনশাস মাইন্ড – বইটির মূল লেখক জোসেফ মারফি, বাংলায় অনুবাদ করেছেন অনীশ দাস অপু
  • বরফ গলা নদী– জহির রায়হান
  • হিমু মামা – হুমায়ূন আহমেদ
  • দি অ্যালকেমিস্ট – পাওলো কোয়েলহো , মাহমুদ উল আলম (অনুবাদক)
  • আম আঁটির ভেঁপু – বিভূতিভূষণ বন্দ্যােপাধ্যায়
  • আবিষ্কারের নেশায় – আবদুল্লাহ আল মূতী
  • ফেলুদা সমগ্র – সত্যজিৎ রায়
  • একটুখানি বিজ্ঞান – মুহম্মদ জাফর ইকবাল

কলেজ স্টুডেন্টকে উপহার দেওয়ার মতো বই

  • হাউ টু উইন ফ্রেন্ড অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল – বইটির মূল লেখক ডেল কার্ণেগী
  • হাউ সাকসেসফুল পিপল থিংক – বইটির মূল লেখক জন সি. ম্যাক্সওয়েল
  • দ্য গড অব স্মল থিংস – বইটির মূল লেখক অরুন্ধতী রায়
  • মুক্ত বাতাসের খোঁজে – বইটির মূল লেখক লস্ট মডেস্টি
  • চাঁদের পাহাড় – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
  • তুমিও জিতবে – শিব খেরা
  • ভাল্লাগেনা – আইমান সাদিক ও অন্তিক মাহমুদ
  • আমার বন্ধু রাশেদ – মুহম্মদ জাফর ইকবাল
  • আমার ছেলেবেলাম্যাক্সিম গোর্কি
  • রিচ ড্যাড পুওর ড্যাড – বইটির মূল লেখক রবার্ট টি. কিয়োসাকি

বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের গিফট করার মতো বই

Courtesy by Wafilife
  • ব্যক্তিত্ব বিকাশ ও সাফল্যের সহজ পথ – বইটির মূল লেখক ডেল কার্ণেগী
  • টাইম ম্যানেজমেন্ট উইথ ইসলাম – আহমেদ ফারুক
  • রিচার্জ Your ডাউন ব্যাটারি– ঝংকার মাহবুব
  • দ্য পাওয়ার অব্‌ পজিটিভ থিংকিং – নরম্যান ভিনসেন্ট পিল
  • সাকসেস থ্রো এ পজেটিভ মেন্টাল এটিটিউট – বইটির মূল লেখক নেপোলিয়ন হিলডব্লিউ. ক্লিমেন্ট স্টোন
  • উইংস অব ফায়ার – এপিজে আবদুল কালাম
  • থিংক অ্যান্ড গ্রো রিচ – নেপোলিয়ন হিল
  • টিম বিল্ডিং ও টিম ওয়ার্ক – উদয় কুমার হালদার
  • পাবলিক স্পিকিং অ্যান্ড ইনফ্লুয়েন্সিং ম্যান ইন বিজনেস – ডেল কার্ণেগী
  • রোড টু সাকসেস – নেপোলিয়ন হিল

শিক্ষকদের গিফট করার মতো বই

প্রথমেই মাথায় রাখবেন শিক্ষকের জন্য যে বইটি দিবেন সেটি আগে আপনি নিজে পড়ে দেখবেন। কারণ, বইটির মধ্যে এমন কোনো মেসেজ থাকতে পারে যা আপনি তাঁকে দিতে চাননা। কারণ এমন কিছু ঘটতে তা ভুল বোঝাবুঝির সৃষ্টি করতে পারে। চলুন শিক্ষকের জন্য কোন বই উপহার দেওয়া যায় তা দেখে নেওয়া যাক-

  • অ্যা লেটার টু মাই টিচার – বইটির মূল লেখক Deborah Hopkinson
  • আমি তপু – মুহম্মদ জাফর ইকবাল
  • রিলিজীয়াস মাইনসেট – সজল রোশন
  • তেত্তোচান – Tetsuko Kuroyanagi (অনুবাদ- মৌসুমী ভৌমিক)
  • যে গল্পের শেষ নেই – দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
  • আয়না – আবুল মনসুর আহমেদ
  • টুডে আই মেইড অ্যা ডিফারেন্স – বইটির মূল লেখক Joseph W. Underwood
  • স্কুলের নাম পথচারী – মুহম্মদ জাফর ইকবাল
  • বনী আদম – মোস্তফা বখতিয়ার উল আলম
  • আগুন পাখি – হাসান আজিজুল হক

অফিসের বসকে উপহার দেওয়া মতো বই

  • নন্দিত নরকে – হুমায়ূন আহমেদ
  • টাইম ম্যানেজমেন্ট – ব্রায়ান ট্রেসি
  • সূর্য দীঘল বাড়ি – আবু ইসহাক।
  • পদ্মা নদীর মাঝি – মানিক বন্দোপাধ্যায়।
  • ‘পার্থিব’ ও ‘দূরবীন’ – শীর্ষেন্দু মুখোপাধ্যায়
  • দুচাকায় দুনিয়া – বিমল মুখার্জী
  • কলকাতার কাছেই – গজেন্দ্র কুমার মিত্র
  • মৃত্যুক্ষুধা – কাজী নজরুল ইসলাম
  • আরণ্যক – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।
  • মৃত্যুক্ষুধা – কাজী নজরুল ইসলাম

উপহার দেওয়ার মত ইসলামিক বই

  • রাহে বেলায়েত – ড খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর
  • বেলা ফুরাবার আগে – আরিফ আজাদ
  • নফস ও শয়তানের সঙ্গে মোকাবেলা – এই বইটির লেখক মাওলানা মুহাম্মদ হেমায়েত উদ্দিন
  • তুমি ফিরবে বলে – জাকারিয়া মাসুদ
  • ইসলামী আকিদা – ড.আব্দুুল্লাহ জাহাঙ্গীর (রাহি.)
  • প্র্যাকটিসিং মুসলিম – নাদিউজ্জামান রিজভী , শাইখ ইমদাদুল হক (সম্পাদক)
  • হিউম্যান বিং শতাব্দীর বুদ্ধিবৃত্তিক দাসত্ব – ইফতেখার সিফাত
  • আর রাহীকুল মাখতুম – বইটির লেখক আল্লাম ছফীউর রহমান মোবারকপুরী
  • বড়রা যেভাবে বড় হলেন – মাকতাবাতুল আবিদীন
  • হাদিসের নামে জালিয়াতি – আব্দুল্লাহ জাহাঙ্গির

দুনিয়ার সকল সম্পদ ধ্বংস হযতে পারে কিন্তু বই থেকে যা শিখবেন তা কখনো ধ্বংস হয় না। বরং তা ভবিষ্যতের জন্য আপনাকে আরও বেশি পরিণত করে। বই আপার কল্পনাশক্তির বৃদ্ধি করে তা বাস্তব জীবনে রূপায়িত করে তোলে। জ্ঞানার্জন ও অন্যদের থেকে আলাদা ব্যক্তি তৈরি করতে হলে বই পড়তেই হবে।

এখানে আরও কিছু জনপ্রিয় বাংলা বই রয়েছে যা উপহার হিসেবে দিতে পারেন:

  • বিভূতিভূষণ বন্দোপাধ্যায়ের ‘পথের পাঁচালী’
  • রবীন্দ্রনাথ ঠাকুরের “চোখের বালি”
  • মহাশ্বেতা দেবীর “ঘুড্ডি”
  • হুমায়ূন আহমেদের “শে সোময়”
  • সুনীল গঙ্গোপাধ্যায়ের “আরণ্যের দিন রাত্রি”
  • বঙ্কিমচন্দ্র চ্যাটার্জির “আনন্দমঠ”
  • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘দেবদাস’
  • শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ‘নবাব’
  • বুদ্ধের “আমি বৌদ্ধবাদবি”

অন্যান্য সকল গিফট আইডিয়া এখানে দেখুন

বই পড়ার উপকারীতা সমূহ-

  • ব্রেইনের কর্মদক্ষতা বাড়ে
  • জটিল চিন্তার বিকাশ ঘটে
  • ফোকাস ও মনোযোগী হতে সাহায্য করে
  • মানসিক চাপ কমায়
  • লেখার দক্ষতা বৃদ্ধি পায়
  • অধিক শব্দ ভান্ডার জানা যায়
  • জ্ঞান বৃদ্ধি পায়
  • স্মৃতিশক্তি বৃদ্ধি পায়
  • কল্পনাশক্তি এবং সৃজনশীলতা বৃদ্ধি করে
  • অভিজ্ঞতা অর্জনে সহায়তা করে
  • ব্যক্তিগত স্কিল ডেভেলপ করে
  • বিনোদন দেয়।

2 Comments

    1. ভাই আপনার ভালো লাগার জন্য আবাজ ব্লগের পক্ষ থেকে ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button