Book Reviews

আমি আবু বকর উপন্যাস pdf download

আমি আবু বকর উপন্যাসে প্রেম-ভালোবাসা ছাত্ররাজনীতি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মকাণ্ড, ধর্মভিত্তিক রাজনীতির রানা রঙের ক্যানভাস রয়েছে। বইটিতে সবচেয়ে সযত্নে রয়েছে ছাত্র নির্যাতনের কাহিনি। যার মধ্যে প্রায় সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের এক অন্ধকার চিত্র ফুটিয়ে তুলেছে।

বইটি কাদের জন্য

বইটি ১০ বছরের উপরে যে কেউ পড়তে পারবে। বিশেষ করে কলেজ পড়ুয়া ও ভার্সিটি ভর্তিচ্ছু সকল শিক্ষার্থীদের বইটি একবার হলেও পড়া উচিৎ। পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রবেশের আগে বিশ্ববিদ্যা জন্য বইটিতে বিশেষ মেসেজ রয়েছে।

পাবলিক বিশ্ববিদ্যালয়ের অন্ধকার চিত্র

সর্বোচ্চ বিদ্যাপীঠগুলোর গহীন চিত্র জানার জন্য হলেও বইটি পড়া উচিৎ। বিশেষ করে যে স্টুডেন্টটি সামনে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে তাকে বইটি গিফট করার রিকমেন্ড করছি। এ বই পড়ার পর ছাত্র রাজনীতির অনেক না বলা ও না জানা বাস্তব সত্য জানতে জানতে পারবেন।

আবু বকরের উত্থান

মফস্বল থেকে উঠে আসা মেধাবী ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিক্ষায় ৩৭ তম স্থান অধিকারী ছেলেটা একদিন বেদম মার খেয়ে মৃত্যুর মুখে পড়ে৷ তার কি দোষ সে জানে না। শুধু একটি ট্যাগ লেগে যায়৷ শিবির সন্দেহে মাইর খাওয়া আবু বকর বেচে থাকে৷ লড়তে থাকে৷ বিশ্ববিদ্যালয়ের হল থেকে বের করে দেওয়া হয়েছিল। অবশেষে বাঁচার তাগিদে নির্যাতকদের দলে যোগ দিতে হয়। এক সময় ছেলেটি সন্ত্রাস, চাঁদাবাজি আর অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িয়ে পড়ে। মাইর খাওয়া মফস্বলের ছেলেটাও একসময় দানবে পরিণত হয়৷ এখন সেও ছাত্রদের মেরে বেড়ায়৷

অনিয়ন্ত্রিত ও অস্বাভাবাবিক কষ্টের জীবন

আবু বকর অনেক কিছু হারায়৷ তার কলেজ জীবনের ভালো লাগা মিথিলাকে। যে মেয়েটিকে একদিন চুপিসারে অংক করাতে গিয়ে চুপিসারে চুমু খেয়েছিল। জিগরি দোস্ত মিনহাজকে জঙ্গী সন্দেহে রিমান্ডের দিলে মরতে হয়৷
বিশ্ববিদ্যালয়ের যে দিনগুলো সাজানো গোছানো হওয়ার কথা থাকলেও সে পেয়েছিল একটি অনিয়ন্ত্রিত অস্বাভাবিক জীবন৷

আমি আবু বকর বইয়ের বিবরণ

টাইটেলআমি আবু বকর
লেখকআসিফ নজরুল
পাবলিশারপ্রথমা প্রকাশন
প্রকাশকালপ্রথম প্রকাশ, ২০২৪
পৃষ্ঠা সংখ্যা১৩৬
বইয়ের সাইজ৮.৪৬ x ৫.৭১ x ০.৪৭ ইঞ্চি
দেশবাংলাদেশ
ভাষাবাংলা

আমি আবু বকর বইয়ের নেতিবাচক দিক

বিষয়বস্তু বোল্ড হলেও গল্প অতি চেনা। যেন পত্রিকা কিংবা ফেসবুকে ভাইরাল হওয়া কোন ঘটনার বিবরণ। মনে হয়েছে লেখক সেই ভাবে মজা দিয়ে লিখতে পারে নাই ফলে পড়ার মাঝে আপনার ধৈর্য্য বিচ্যুতি ঘটতে পারে। বইয়ের শেষের দিকে লেখকের তাড়াহুড়ো কিছুটা আঁচ করা যায়। বই মেলায় প্রকাশের জন্য তড়িঘড়ি করার জন্য এমন হতে পারে।

“আবু বকর মাইর খেয়ে হাসপাতালে, সাথে তার মোবাইল না থাকায় নার্সের মোবাইল দিয়ে বন্ধু মিনহাজের কাছে ফোন করে। সেই বন্ধু ফোল রিসিভ করেই বলে কি বন্ধু কেমন আছো?” অপরিচিত একটা নাম্বর থেকে ফোন পেয়ে বোঝার কথা না এটা আবু বকরের ফোন।

সবশেষে বলতে চাই সাহিত্যমূল্য বিচারে লেখাটা হাজার বছর টিকে থাকার মতো না হলেও বর্তমান বাস্তবতার নীরিখে আমি আবু বকর বই পাঠকদের থেকে লেটার মার্কস পেতেই পারে।

আসিফ নজরুলের সকল বই

আমি আবু বকরTK. 263বই লিংক
পিএইচডির গল্পTK. 216বই লিংক
কয়েকজন হুমায়ূন আহমেদTK. 187বই লিংক
১/১১ সুশাসন বিতর্কTK. 126বই লিং
ঘোরTK. 188বই লিংক
সংসারTK. 255বই লিংক
দোষTK. 195বই লিংক
অন্য আলোর দিনTK. 75বই লিংক
‘Sharing’ Ganges WaterTK. 675বই লিংক
সংবিধান বিতর্ক ১৯৭২TK. 450বই লিংক
মানবাধিকারTK. 180বই লিংক
অসমাপ্তির গল্পTK. 165বই লিংক
বেকার দিনের প্রেমTK. 240বই লিংক
উধাওTK. 165বই লিংক
আওয়ামী আমল (২০১৪-২০১৯)TK. 216বই লিংক
নিষিদ্ধ কয়েকজনTK. 126বই লিংক
নির্বাচিত উপন্যাসTK. 342বই লিংক
ক্যাম্পাসের যুবকTK. 216বই লিংক
আওয়ামী লীগের শাসনকালTK. 258বই লিংক
অন্যপক্ষTK. 34বই লিংক
যুদ্ধাপরাধীর বিচার : জাহানারা ইমামের চিঠিTK. 103বই লিংক
ক্যাম্পাসের যুবকTK. 141বই লিংক
পাপTK. 30বই লিংক
আক্রোশTK. 45বই লিংক
তাদের একটি রাতTK. 39বই লিংক
দখলTK. 36বই লিংক
নিশিদ্ধ কয়েকজনTK. 39বই লিংক
তিনটি উপন্যাসTK. 86বই লিংক

আমাদের সকল বইয়ের পাঠক রিভিউ এখানে দেখুন

আমাদের সাইটের সমস্ত রিসোর্স বিভিন্ন অনলাইন মাধ্যম থেকে সংগ্রহ করা। আমরা যে কোনো ধরনের কপিরাইট নীতিকে সম্মান করি। আপনার যেকোনো কন্টেন্ট মুছে ফেলতে কিংবা কোন পরামর্শ বা তথ্য দিতে ই-মেইল করুন।

আপনি যদি Aabaz.com এ ব্যানার, বিজ্ঞাপন দিতে চান, তাহলে ভার্চুয়াল বিজ্ঞাপনের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। ই-মেইল: aabazofficial@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button