আমার ফাঁসি চাই বই PDF Download : মতিউর রহমান রেন্টু

তিন দশকের আগে লেখা বইটিতে লেখকের উপসংহার ছিল এমন- “সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের মতো ক্ষমতাশীন থাকাকালে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার সম্ভাবনা থাকলে, শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাবেন এবং পালিয়ে যাবার আগে শেখ হাসিনা কাশ্মিরের হিন্দু রাজার মতো ভারতীয় সেনাবাহিনী ডেকে এ দেশটাকে ভারতের দখলে দিয়ে যাবেন। সমগ্র জাতি বিশেষ করে বাংলােদেশ সেনাবাহিনী এবং মুক্তিযোদ্ধা হুমিয়ার।”

মতিউর রহমান রেন্টুর লেখা বহুল আলোচিত সমালোচিত একটি জনপ্রিয় বই। বইটির লিখেছেন এক সময়ে থাকা শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী। বইটির লেখক ও তার স্ত্রী একটানা ১৭ বছর শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী ছিলেন। পরবর্তীতে তিনি বাংলাদেশের পিছনের ইতিহাস বা পিছনের সত্য ঘটনা প্রকাশ করে আমার ফাসি চাই বইটি লেখেন। বইটি প্রকাশ হওয়ার পর ১৯৯৬ সালে আওয়ামিলীগ সরকার বইটিকে নিষিদ্ধ করে। তার আগে লেখক ও লেখকের স্ত্রী’কে হাসিনার সরকার অবাঞ্ছিত ঘোষণা করে।
আমার ফাঁসি চাই বইয়ের বিষয়বস্তু
ক্ষমতা ছেড়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনা তথা আওয়ামী লীগের রাজনীতি বুঝতে হলে আপনাকে বইটি পড়তে হবে। যদিও আমার ফাসি চাই বইটিতে ১৯৭১ থেকে ১৯৯৬ পর্যন্ত বাংলাদেশের রাজনীতির ঘটনাপ্রবাহ উঠে এসছে। পর্দার আড়ালের শেখ হাসিনা আসলে কেমন মানুষ সেই তথ্য চিত্র লেখক তুলে ধরার চেষ্টা করেছেন।
জুলাই ২০২৪ এর পূর্বে পড়লে নেহাৎ কল্পনানির্ভর ফিকশন মনে হতো, কিন্তু ২০২৪ সালের জুলাই মাসের পর তৎকালীন হাসিনা সরকারের শোষণ, পিড়ন, প্রশাসন ও দলীয় সন্ত্রাসীদের দিয়ে যে হত্যা, গুম, খুন ঘটিয়েছে তাতে অনেকের কাছে বইটির গ্রহণযোগ্যতা বেড়েছে। কারণ পৃথিবীর দেখেছে ২০২৪ এর রক্তাক্ত জুলাই। যে জুলাই একত্রিশ, বত্রিশ পেরিয়ে পৌঁছেছে ছত্রিশে জুলাই পর্যন্ত।
আমার ফাঁসি চাই বইয়ের কিছু অংশ
আমার ফাঁসি চাই বইটির ১৪৪ পৃষ্ঠায় গেলে আপনার চোখ আটকে যেতে পারে! এখানে নিচের কথা গুলো রয়েছে। একটু পড়ে দেখুন-
কিসের আবার রাজাকার, আমার আত্মীয় এটাই বড় কথা – শেখ হাসিনা !!
বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার মেয়ে পুতুলের বিয়ে ঠিক করলে ধানমন্ডি ৫ নম্বর রোডের ৫৪ নম্বর বাড়িতে শেখ হাসিনার স্বামী ড.ওয়াজেদ মিয়া এসে শেখ হাসিনার প্রতি ক্ষিপ্ত হয়ে বলতে লাগলেন, মেয়ে কি তোমার একার? মেয়ে কি আমার না? তুমি রাজাকারের (ইঞ্জিনিয়ার মোশাররফ হুসেন, বর্তমান প্রবাসী কল্যাণ মন্ত্রী) ছেলের সাথে আমার মেয়ের বিয়ে ঠিক করেছ। রাইফেল হাতে নিয়ে যে রাজাকারগিরি করেছে। মুক্তিযোদ্ধা মেরেছে। তার ছেলের সাথে আমি কিছুতেই আমার মেয়ের বিয়ে দেব না।
শেখ হাসিনা বললেন, আমি মেয়ে বিয়ে দিব। পারলে তুমি ঠেকাও। ড.ওয়াজেদ বললেন, তাই বলে রাজাকারের ছেলের সাথে বিয়ে দেবে? শেখ হাসিনা ক্ষিপ্ত হয়ে বললেন, কিসের আবার রাজাকার ফাজাকার, আমার আত্মীয় এটাই বড় কথা। সাথে মরলে আত্মীয়রাই মরে। দেখ নাই ঐ মুক্তিযোদ্ধা ফুক্তিযোদ্ধারাই আমার মা বাবা ভাইদের কিভাবে মেরেছে। মেয়ে আমি এখানেই বিয়ে দেব, তুমি পারলে ঠেকাও। তখন ড. ওয়াজেদ মিয়া বললেন, তোমাদের সাথে ঠেকাঠেকিতে তো আর আমি পারব না। তবে আমি বলে দিচ্ছি, এ বিয়েতে আমি নাই। শেখ হাসিনা তার স্বামীর কথা রাখলেন না। রাজাকারের সাথে আবার নতুন করে আত্মীয়তা করলেন !! (সূত্র- আমার ফাসি চাই বই, পৃষ্ঠা ১৪৪, লেখক মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু)
শেখ হাসিনার সম্পর্কে অনেক অজানা কথা উঠে এসেছে বইটিতে। আমার ফাসি চাই বইটিকে “শেখ হাসিনা বিশ্বকোষ” বলা হয়। কোনো শব্দের অর্থ জানতে হলে আপনাকে যেমন ডিকশনারীর সাহায্য নিতে হয়, তেমনি শেখ হাসিনাকে জানতে হলে আপনাকে এই বই পড়তে হবে।
- বইয়ের নামঃ আমার ফাঁসি চাই
- লেখকঃ মতিউর রহমান রেন্টু
- প্রকাশনীঃ দুর্বার পাবলিকেশন্স
- বইয়ের মূল্যঃ ৫৬০ টাকা
আমার ফাঁসি চাই বইয়ের নেতিবাচক দিক
মতিয়ুর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন তাতে সন্দেহ নাই। কিন্তু এই বইতে তিনি যেসব রোমহর্ষক তথ্য শেখ হাসিনা ও আওয়ামীলীগ নিয়ে দিয়েছেন (তাকে শেখ হাসিনা ব্যাড বুকে ফেলায়) তার ১% সত্যতা থাকলেও আওয়ামীলীগ বা শেখ হাসিনার রাজনীতিতে টিকে থাকার প্রশ্নই আসে না।
অনেকের মতে এই বই স্রেফ ব্লাক প্রোপাগান্ডা বৈ কিছু নয়। হুমায়ুন আজাদ তো প্রবচন গুচ্ছে বলেছিলেন, “একবার রাজাকার মানে চিরকাল রাজাকার, কিন্তু একবার মুক্তিযোদ্ধা মানে চিরকাল মুক্তিযোদ্ধা নয়।”
বইয়ের কিছু কিছু অংশ লেখকের আক্রোশপ্রসূত অতিরঞ্জিত বর্ণনা দিয়েছেন বলে মনে হয়েছে। তাই বইয়ের মধ্যে বিশ্বাস-অবিশ্বাসের সীমারেখা কোথায় আর কতটুকু তা আপনার নিজেকেই নির্ধারণ করতে হবে।
আমার ফাঁসি চাই পিডিএফ
আপনি যদি Aabaz.com এ ব্যানার, বিজ্ঞাপন দিতে চান, তাহলে ভার্চুয়াল বিজ্ঞাপনের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। ই-মেইল: aabazofficial@gmail.com