Birthday Gift idea
Trending

শিশুর প্রথম জন্মদিনে উপহার আইডিয়া: Gift idea

শিশুর প্রথম জন্মদিনে উপহার দেওয়ার মতো কিছু ইউনিক গিফট আইডিয়া শেয়ার করতে চলেছি। তবে আবাজ ব্লগের গিফট আইডিয়া গুলো কোন প্রডাক্ট বা ব্র্যান্ডের প্রচারের উদ্দেশ্যে শেয়ার করছি না। শুধু আপনার গিফট আইডিয়ার ধারণা বদলে দেওয়ার উদ্দেশ্যে পোস্টটি লিখতে বসেছি।

মাম পট (Mum Pot)

বাচ্চাদের প্রথম জন্মদিনে উপহার হিসেবে মাম পট (Mum pot) গিফট করতে পারেন। এটি বাচ্চাদের সবচেয়ে বেশি কাজে লাগে। তবে মাম পট দেওয়ার সময় অবশ্যই এর কোয়ালিটি নিশ্চিত করতে হবে। কারণ বাজারের অধিকাংশ মাম পট সস্তা ও নিম্ন মানের হয়ে থাকে যা বাচ্চাদের স্বাস্থের জন্য ঝুঁকিপূর্ণ।

কালারফুল বই (Colorful Books):

ছোট্ট সোনার প্রথম জন্মদিনে উপহার হিসেবে বই বেশ বেমানান লাগছে, তাই তো? না, মোটেই বেমানান নয়। শিশুদের এই সময় থেকেই গল্প শোনার অভ্যাস তৈরি করলে ওর মস্তিষ্কের বিকাশ ঘটবে। এর সাথে বইয়ের প্রতি আলাদা ঝোঁক তৈরি হবে। কালারফুল ও বড় বড় ছবি যুক্ত বই গিফট করতে পারেন।

ছোট হটপট (Mini Hotpot)

বাচ্চার খাবার গরম রাখার জন্য হটপট বেশ দরকারী উপহার আইডিয়া হতে পারে। ছোট বাচ্চাদের জন্য কয়েক ঘন্টা পর পর খাবার তৈরির ঝামেলা থেকে হটপট কিছুটা হলেও স্বস্তি দিবে। হটপট কেনার সময় অবশ্যই হটপটের কোয়ালিটি ও ফুড গ্রেড কত সময় ও কেমন থাকবে তা জেনে বুঝে ভালো মানের হটপট (Mini Hotpot) কিনবেন।

এলসিডি ট্যাব (LCD Tab)

এক সময় বাচ্চাদের হাতে খড়ির জন্য চক স্লেট তুলে দেওয়া হতো। সময় বদলেছে এখন বাবা মা চক স্লেটের বদলে এলসিডি ট্যাপ দিতে পারেন। এটাতে লেখার পর মুছামুছির কোন ঝামেলা থাকেনা। তাই একটি ভালো মানের এলসিডি ট্যাব বাচ্চার প্রথম জন্মদিনের উপহার হিসেবে বাছাই করতে পারেন।

মুভিং দোলনা (Baby Bouncer)

বাচ্চাদের দোল খাওয়ার জন্য বাচ্চার প্রথম জন্মদিনে উপহার হিসেবে ভালো মানের দোলনা উপহার দিতে পারেন। এটি বাচ্চার যেমন কাজে লাগবে তেমনি বাচ্চার বাবা মায়ের হাত কিছুটা হলেও রেস্ট পাবে। তবে এই গিফটটি কেনার আগে আপনার জানতে হবে বাচ্চার কোন দোলনা আছে কিনা। যদি দোলনা থাকে তবে এটি কেনা থেকে বিরত থাকা ভালো।

সফট খেলনা (Soft Toy)

গিফটের জন্য সফট খেলনা এক বছর বাচ্চার জন্য হতে পারে বুদ্ধিদিপ্ত গিফট আইডিয়া। শক্ত জাতীয় খেলনা যত মূল্যবানই হোক তা এই ছোট্ট বাচ্চার ক্ষতির কারণ হতে পারে। তাই তুলনামূলক নরম ও বাচ্চার ব্যবহার করতে কোন অসুবিধা হবে না এমন নরম বা সফট খেলনা গিফট হিসেবে বাছাই করুন।

ড্রয়িং কিট

এক বছর বয়সী বাচ্চা যেহেতু কোন কিছু হাতের মুঠোয় নিয়ে ধরতে পারে। সেহেতু তাদের বর্তমান ও ভবিষ্যতের কথা চিন্তা করে গিফট হিসেবে ভালো মানের ড্রয়িং কিট (Drawing kits for kids) উপহার দিতে পারেন।

ম্যাগনেটিক বোর্ড (Magnetic Board)

বাচ্চার বেড়ে ওঠার সাথে সাথে বিভিন্ন নতুন জিনিসের সাথে তাদের পরিচয় করানোর জন্য বাসায় মাঝারি সাইজের একটি ম্যাগনেটিক বোর্ড অনেক কাজে লাগে। ম্যাগনেটিক বোর্ডের সাথে বাচ্চারা মজার ছলে বিভিন্ন ম্যাগনেটিক শেপ, রং, অক্ষর লাগিয়ে বেশ মজা পাবে। এটি বাচ্চার ৫/৬ বছর পর্যন্ত অনেক কাজে লাগবে।

ম্যাগনেটিক অক্ষর (Magnetic Alphabet)

খেলার ছলে অক্ষর চেনার জন্য ম্যাগনেটিক আলফাবেট বাচ্চার অক্ষর চেনার জন্য খুব কাজে লাগে। তবে এক্ষেত্রে দেখতে হবে বাচ্চার বাসায় কোন ম্যাগনেটিক বোড আছে কিনা। ম্যাগনেটিক বোর্ড না থাকলে ম্যাগনেটিক অ্যালফাবেটের সাথে একটি ম্যাগনেটিক বোর্ড গিফট করতে পারেন।

বিল্ডিং ব্লক (Building Block)

বিল্ডিং ব্লক গিফট বাচ্চার গিফট হিসেবে বাছাই করতে পারেন। এটি বাচ্চাদের ব্রেইনের ক্রিয়েটিভিটি বাড়াতে সাহায্য করে। তাছাড়া বাচ্চান জন্য এই খেলানটি নিঃসন্দেহে জন্মদিনের গিফট আইডিয়া হতে পারে।

টেডি

টেডি বাচ্চাদের জন্য একটি কমন উপহার। বাজারে বিভিন্ন সাইজি ভেদে টেডির ভিন্ন ভিন্ন দাম হয়ে থাকে। আপনি যদি গিফট বাছাইয়ে ঝামেলা এড়াতে চান তাহলে সোজা একটি গিফটশপে যান আর আপনার বাজেট অনুযায়ী একটি টেডি গিফট কিনে নিয়ে আসুন।

ইলেকট্রিক ট্রিমার

বাচ্চাদের চুল কাটা অন্যতম কঠিন কাজ গুলোর একটি। কিন্তু একটি ইলেকট্রিক ট্রিমার এই কঠিন কাজটি সহজ করে তুলবে। মা বা নিজের ঘরে বসে বাচ্চার টুল সাইজ করতে পারবে। যেহেতু দীর্ঘদিন এটি ব্যবহার করা যায় তাই এই গিফট টি বার বার আপনার কথা মনে করিয়ে দেবে।

চৌম্বকীয় স্কেচ বোর্ড

আজকের বাচ্চারা তাদের সবকিছু যা তারা করতে চায় সেটা ডিজিটাল ট্যাবলেটে করতে ভালবাসে।সেটাকে পরিবর্তিত করুন বাস্তবিক স্কেচ খোদাই করার মাধ্যমে আর তার মধ্যে ফিরিয়ে আনুন প্রাকৃতিক উপায়ে অঙ্কন করার শিল্পবোধ।এই চুম্বকীয় পুঁতিগুলো সাজিয়ে আপনার সন্তান তার শৈল্পিক সত্তাকে বিকশিত করার সাথে সাথে তাদের নিজের হাতে করে গড়ে তোলা শিল্পের মাধূর্য অনুভব করবে।

রিং সহ পিরামিড

এই খেলনাটির অনেকগুলো সংস্করণ থাকলেও প্লাস্টিকের রিং পিরামিড সর্বাধিক পরিচিত ও সহজলভ্য। যদিও এই খেলনাটি মাত্র এক বছর বয়সের শিশুদের জন্য না হলেও কিছুদিন পরের চিন্তা করে শিশুর জন্য এটি নির্বাচন করতে পারেন। সময়ের সাথে সাথে বাচ্চা খেলনাটির উদ্দেশ্য বুঝতে পারবে এবং এর রিংগুলো সাজানো শিখবে।

গোসলের খেলনা (Bath Toy)

গোসলের সময় বাচ্চারা স্নানের সময় উপভোগ করতে শুরু করে। মারাত্মক রঙের কিছু সামুদ্রিক প্রাণী সহ, বাথরুম গেমের সবচেয়ে মজা হয়ে উঠবে

বাচ্চাকে উপহার দেওয়ার জন্য আরও কিছু গিফট আইডিয়া নিচে লিস্ট আকারে দেওয়া হলো:

  • রিমোট কন্ট্রোল খেলনা
  • সাইকেল
  • জামা
  • বার্বি ডল
  • খেলনা গাড়ি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button