বয়স্ক পিতা মাতার জন্য উপহার আইডিয়া: Gift Ideas for Parents
বাবা মা বৃদ্ধ হলে তারা প্রায় সবকিছুতে সন্তানের উপর নির্ভরশীল হয়ে পড়ে। ছেলে কাছে হয়তো অধিকাংশ বাবা মা মুখ ফুটে কিছু চাইতে পারে না। কিন্তু সন্তান যখন বাবা মা এর জন্য কোন উপহার নিয়ে আসে তখন তাদের ভিতরে এক অন্য রকম প্রশান্তি লাগে। সন্তানের প্রতি আবেগ ও ভালোবাসায় বহু গুণ বেড়ে যায়।
মা-বাবার জন্য উপহার কেনার সময় তাদের প্রয়োজনের কথা চিন্তা করে উপহার কিনতে পারলে সন্তান হিসেবে যেমন দায়িত্ব পালন হবে তেমনি তা বৃদ্ধ বাবা মায়ের কাজে লাগবে। এমনই কিছু গিফট আইডিয়া এই ব্লগ পোস্ট প্রস্তুত করার চেষ্টা করেছি। পোস্টটি পড়ে আপনার বাবা মায়ের জন্য সঠিক গিফট খুঁজে পেলে আমাদের কষ্ট সার্থক হবে।
রোলার বল ম্যাসেঞ্জার
মানুষের বয়স হলে তাদের হাত-পা, ঘাড়, পেশিতে নানা সমস্যা দেখা যায়। এটি শরীরের আঁটসাঁট গিঁট আলগা করে পেশীর বাতের ব্যথা উপশম করবে। রোলার বল ম্যাসাঞ্জার দিয়ে তারা নিজেরাই শরীরটা ম্যাসাজ করে নিতে পারবেন। আপনার পিতা মাতার জন্য এটি কতটুকু কাজে লাগবে তা নিশ্চিত হয়ে গিফট হিসেবে রোলার বল ম্যাসেঞ্জার কিনতে পারেন।
ইলেকট্রিক কেটলি
অধিকাংশ বয়ষ্ক পিতা মাতার দিনের মধ্যে কয়েকবার গরম পানি লাগে। তাদের গা মুছানো থেকে শুরু করে খাবার প্রস্তুত, ঔষধ খাওয়ানোসহ নানা কাজে গরম পানির দরকার হয়। চুলায় পানি গরম করা বেশ ঝামেলা ও সময় স্বাপেক্ষ ব্যাপার। এজন্য ১/২ মিনিটের মধ্যে পানি গরম করার জন্য ইলেকট্রিক কেটলির বিকল্প নেই। তাই বয়ষ্ক পিতা মাতার জন্য একটি ভালো মানের ইলেকট্রিক কেটলি গিফট করতে পারেন।
Google Home
যে বাবা মায়েরা স্মার্ট জীবন যাপন করে অভ্যস্ত তাদের জন্য গুগল হোম গিফট করতে পারেন। তাদের ভোগান্তি এবং আপনার দুশ্চিন্তা কমাতে গুগল হোম ভালো অবদান রাখতে পারে। ৫০০০ টাকার মধ্যে উপহার কেনার চিন্তা থাকলে আপনার বাবা মায়ের জন্য চোখ বন্ধ করে Google Home Mini কিনতে পারেন।
চশমা হোল্ডার
চশমা হোল্ডার হতে পারে ছোট ও চিন্তাশীল উপহার। বৃদ্ধ পিতামাতার জন্য উপহার হিসেবে চশমা হোল্ডার তাদের চশমা সংরক্ষণ ও খুঁজে পেতে সাহায্য করবে।
বৈদ্যুতিক হিটার
এই মিনি ইলেকট্রিক হিটার ফ্যান বয়স্কদের ঘর উষ্ণ রাখতে বেশ ভালো কাজ করবে। এটি অল্প সময়ের মধ্যে থাকার কক্ষ ও শরীর গরম করতে সাহায্য করবে। গোসলের পর বা শীতের সময় এটি খুব উপকার করবে। আপনি ৫০০০ টাকার মধ্যে উপহার হিসেবে বৈদ্যুতিক হিটার কিনতে পারবেন।
সেফটি হ্যান্ডেল
মা বাবার বয়স বাড়লে তারা বসা থেকে উঠার সময় কারো সাপোর্ট নিয়ে কিংবা কোন কিছু ধরে উঠে দাড়াতে হয়। বিশেষ করে বাথরুমে গেলে নিজের ভারসাম্য বজায় রাখা তাদের জন্য কঠিন হয়ে যায়। আপনি তাদের একটি বা এক জোড়া বহনযোগ্য সেফটি হ্যান্ডেল বা সেফটি হাতল গিফট করতে পারেন।
মোজা
বৃদ্ধ পিতা মাতার বয়স হলে শীতের সময় অল্পতেই তাদের শরীরে শীত লেগে যায়। তাই শীতের মৌসুমে ব্যবহারের জন্য ভালো কোয়ালিটির মোজা উপহার দিতে পারেন। বৃদ্ধ পিতা মাতার জন্য ভালো মোজা ৫০০ টাকার মধ্যে গিফট হিসেবে কিনতে পারবেন।
ফার্স্ট এইড কিট
বয়স্ক পিতামাতার জন্য ফার্স্ট এইড কিট বা প্রাথমিক চিকিৎসা বাক্স একটি দরকারী উপহার হতে পারে। এই বাক্সে আপনার বৃদ্ধ পিতা মাতার প্রয়োজনীয় ঔষধগুলো রাখতে পারবেন। এছাড়া প্রয়োজনীয় প্লাস, সিজার, ব্যান্ডেস, স্যাভলন ইত্যাদি প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম সংরক্ষণ করা যাবে।
বৃদ্ধ বাবা মাকে সবচেয়ে খুশী করার উপায় হল তাদের পর্যাপ্ত সময় দেয়া। তাঁরা আসলে যেটা চান, সেটা হল তাঁদের সন্তানরা যেন শেষ বয়সে তাঁদের পাশে থাকে। এছাড়া তাদের সময় কাটানোর মত কোনো অনুষঙ্গ দিতে পারলে তাঁরা খুশী হবেন।
Image courtesy by: pixabay