বোনের জন্য উপহার

ছোট বোনের জন্য উপহার আইডিয়া: Gift idea

গিফট আইডিয়া

অফার পেতে এখানে দেখুন

ছোট বোনকে কি উপহার দেওয়া যায় তা এখানে তুলে ধরার চেষ্টা করেছি। আর্টিকেলটি পড়ার পর ছোট বোনের জন্য গিফট বাছাই করা নিয়ে আপনার চিন্তা ও সময় সাশ্রয় হবে। ছোট বোনের মন আনন্দে ভরে দিতে তার জন্য কি কি গিফট করা যেতে পারে তেমন কিছু গিফট আইডিয়া নিয়ে এই ব্লগ পোস্টটি সাজানো হয়েছে।

বই উপহার

বড় ভাই-বোন হিসেবে ছোট বোনের জন্য বই উপহার হতে পারে অন্যতম সেরা উপহার। ছোট বোনের মন ও জ্ঞান বিকশিত করার জন্য বইয়ের চেয়ে ভালো গিফট আর কি হতে পারে বলুন। আপনার বোনকে কি বই উপহার দেওয়া যায় তা আগে খুঁজে বের করতে হবে। কার জন্য কি বই গিফট করবেন তা নিয়ে আমাদের একটি ব্লগ পোস্ট আছে তা এখানে দেখে আইডিয়া পেতে পারেন।

ট্রাভেল ব্যাগ

আপনার ছোট বোন ভ্রমণে প্রিয় হলে এটি তার জন্য ভালো উপহার হতে পারে। ট্রাভেল ব্যাগ ক্রয়ের সময় ছোট বোনের পছন্দ, ব্যাগের কোয়ালিটি, ডিজাইন ও ভালো ব্র্যান্ডের ট্রাভেল ব্যাগ নির্বাচন করবেন। আপনি মার্কেট থেকে কিংবা অনলাইনে ভালো ট্রাভেল ব্যাগ অর্ডার করতে পারেন। ট্রাভেল ব্যাগ ছাড়াও ছোট বোনকে ট্রলি ব্যাগ, স্কুল ব্যাগ, ব্যাকপ্যাক, ডাফেল ব্যাগ, সুটকেসের মতো ব্যাগ ও উপহার দিতে পারেন।

পারফিউম

পারফিউম এমন জিনিস যা মানুষের মনের অবস্থা মুহূর্তের মধ্যে পরিবর্তন করতে সাহায্য করে। আপনার ছোট বোন যে সুগন্ধ পছন্দ করে সেই সুগন্ধ সম্বলিত পারফিউম উপহার করতে পারেন। শুধু সুগন্ধ নয় বরং ভালো ব্র্যান্ডের পারফিউম, বোতলের ডিজােইনের দিকেও খেয়াল রাখতে হবে।

ওয়াটারপট

ছোট বোনের পানি খাওয়ার জন্য একটি ভালো মানের ওয়াটারপট গিফট গিফট করতে পারেন। সে বাইরে গেলে তার এই পানির পটটি খুব কাজে লাগবে। এর মাধ্যমে ছোট বোনের প্রতি আপনি যে কতটা যত্নশীল তা সে বুঝতে পারবে।

টেবিল ল্যাম্প

বোনের পড়ার টেবিলের জন্য তাকে ভালো মানের একটি টেবিল ল্যাম্প উপহার করতে পারেন। টেবিল ল্যাম্প গিফট করার সময় খেয়াল রাখবেন সেটির স্থায়ীত্ব যেন বেশি হয়। কারণ এটি একটি ইলেক্ট্রিক ল্যাম্প। বাজারের বেশির ভাগ টেবিল ল্যাম্পই নিম্ন মানের হয়ে থাকে। ফলে অল্প কিছুদিন পর দেখা যায় এগুলোতে চার্জ থাকছে না বা এর সুইচ ও অন্যান্য মেটারিয়াল ভঙ্গুর হয়ে পড়ছে। তাই টেবিল ল্যাম্প গিফট করার আগে অবশ্যই সেটির চার্জ ও কোয়ালিটি নিশ্চিত করবেন।

দেওয়ালঘড়ি

ছোট বোনের ঘরের সৌন্দর্য ও তাকে সময়ানুবর্তিতার প্রতি মনোযোগী করার জন্য দেওয়ালঘড়ি ভালো উপহার আইডিয়া হতে পারে। প্রত্যেক সেকেন্ডে কাটা নড়ে ও আস্তে শব্দ করে এমন ঘড়ি দেওয়া থেকে বিরত থাকুন। তাছাড়া আপনি চাইলে তাকে এলার্ম দেওয়ালঘড়ি গিফট করতে পারেন। এলইডি লাইটের দেওয়ালঘড়ি গিফট করা থেকে বিরত থাকুন। কারণ এর আলো রাতে ঘুমের ব্যঘাত ঘটাতে পারে।

স্কুল ব্যাগ

ছোট বোন স্কুলে পড়লে তার জন্য স্কুল ব্যাগ উপহার করতে পারেন। এটি যেন অবশ্যই কোয়ালিটি সম্পন্ন স্কুল ব্যাগ হয় তা নিশ্চিত করবেন। কারণ সে তার সহপাঠিদের সাথে গর্ব করে বলবে ব্যাগটি আপনি তাকে গিফট করেছেন।

লেডিস সানগ্লাস

আপনার বোন যদি বাইরে ঘোরাঘুরি করে তাহলে তাকে ভালো মানের লেডিস সানগ্লাস গিফট করতে পারেন। বোনকে সানগ্লাস গিফট করার সময় মনে রাখবে বোনকে যা দিচ্ছেন তার কোয়ালিটি যেন অবশ্যই ভালো হয়।

পার্স ব্যাগ

আপনার বোন যদি পার্স ব্যাগ ব্যবহার করে তাহলে তার জন্য এটি একটি ভালো উপহার হতে পারে। পার্স ব্যাগে মেয়েরা তাদের প্রয়োজনীয় মেকআপ, মোবাইল, টাকা, চাবি, কার্ড ইত্যাদি রাখতে পারে। পার্স ব্যাগ ক্রয়ের সময় আপনার বোনের পছন্দ, রং, ডিজাইন ও ব্র্যান্ড এর উপর ভিত্তি করে বাছাই করবেন।

ছবি অ্যালবাম

বোনের সাথে আপনার ও পরিবারে সবার আনন্দঘন মুহুর্তগুলোর ফটো যুক্ত একটি অ্যালবাম তৈরি করে তা ছোট বোনকে উপহার দিতে পারেন। এটি বোনকে পুরনো স্মৃতি মনে করিয়ে দেবে।

ছোট বোনের প্রয়োজন ও বড় ভাই বা বোন হিসেবে তাকে কি উপহার দিলে ভালো হয় সেই বিষয়গুলো মাথায় রেখে গিফট আইডিয়া গুলো সাজানোর সর্বোচ্চ চেষ্টা করেছি। এছাড়াও বোনের জন্য আরও কিছু উপহার আইডিয়ার তালিকা নিচে দেওয়া হলোঃ

  • চকলেট
  • মেক-আপ
  • অলঙ্কার
  • কাচের বা রুপার চুড়ি
  • গিফট বাস্কেট
  • কানের দুল
  • পায়েল
  • রংতুলি
  • কোন পোষ্য প্রাণী
  • ছবির ফ্রেম
  • স্ন্যাকস প্যাকেজ
  • বার্বি ডল

ছোট বোনকে উপহার দিয়ে সম্পর্কের বন্ধনটা আরো মজবুদ করুন। ছোট বোনকে কি উপহার দেওয়া যায় তা তার পছন্দ ও প্রয়োজনীয়তার উপর নির্ভর করে যা এখানে তুলে ধরার চেষ্টা করেছি। কোথাও ভুল ত্রুটি হলে আপনার পরামর্শ পাওয়ার আশা ব্যক্ত করে আবাজ ব্লগের এই গিফট আইডিয়া নিয়ে লেখা এই আর্টিকেল এখানেই শেষ করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button