Health & Beauty

কাটা দাগ দূর করার উপায়: পরামর্শ ও কার্যকরী উপায়

দূর্ঘটনায় পড়ে শরীরের বিভিন্ন অংশ কেটে যায় ও পুড়ে যায়। কাটা বা পুড়ে যাওয়া অংশটির ট্রিটমেন্ট নেওয়ার পরেও ক্ষত স্থানে দাগ লেগে থাকে যা প্রায় প্রতি বাড়িতেই দেখা যায়। সামান্য সচেতন হতে পারলেই বছরের পর বছর বয়ে বেড়ানো এই কাটা দাগ দূর হয়ে যায়। কাটা দাগ দূর করার জন্য বাজারে অসংখ্য ভালো ব্র্যান্ডের ক্রিম রয়েছে। এখানে বিশ্বের এমন কিছু ক্রিম নিয়ে আলোচনা করা হয়েছে যেগুলো ব্যবহার করে আসলেই মানুষের কাটা দাগ দূর হয়েছে।

কাটা দাগ দূর করার ঘরোয়া উপায়

আপনি সঠিকভাবে চেষ্টা করলে প্রাকৃতিক উপায়েই কাটা দাগ দূর করতে পারবেন। কাটা দাগ দূর করার জন্য কিছু প্রাকৃতিক সমাধান জেনে নেব-

শসা ও লেবুর রস

লেবুতে রয়েছে সাইট্রিক অ্যাসিড যা ত্বকের নতুন কোষ তৈরিতে সহায়তা করে এবং শসার কস বা রস ত্বকের দাগ হালকা করতে সাহায্য করে। একটি মাঝারির শসার এক চতুর্থাংশ ও একটি সম্পূর্ণ লেবু চিপে রস একসাথে করে একটি মিশ্রণ তৈরি করে নিন। এরপর প্রতিদিন তিনবার ত্বকের যেখানে দাগ হয়েছে সেখানে লাগাতে থাকুন। কিছুদিন লোগালেই ফলাফল দেখতে পাবেন।

অ্যালোভেরা পাতার রস

অ্যালভেরা গাছের পাতা থেকে অ্যান্টিইনফ্লেমেটরি নামক উপাদান পাওয়া যায় যা ত্বকে হওয়া দাগ দূর করার জন্য বেশ কার্যকরী ভূমিকা পালন করে। এই গাছের পাতা থেকে জেল আহরণ করে তা দাগ হওয়া স্থানে দিনে দুই/তিন বার নিয়ম করে কিছুদিন লাগালে দাগ হালকা হতে শুরু করবে।

গোলাপ জল ও চন্দন কাঠের গুঁড়ো

ত্বকের সৌন্দর্য বাড়ানোর জন্য সেই প্রাচীনকাল থেকেই চন্দন গুঁড়া ব্যবহার করা হয়। এটা যে ত্বকের সৌন্দর্য বাড়ানোর জন্য বেশ কাজের তা বলার অপেক্ষা রাখে না।
গোলাপ জলের সাথে চা চামুচের ২ চামুচ চন্দনগুঁড়ো দিয়ে ঘন পেস্ট তৈরি করে তা আক্রান্ত স্থানে সারারাত লাগিয়ে রাখুন ফল পেয়ে যাবেন।

রসুনের বা পেঁয়াজের রস

রসুন বা পেঁয়াজের রসে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিইনফ্লেমেটরি উপাদান ত্বকের কাটা দাগ দূর করতে এর বেশ সুনাম রয়েছে। দিনে ৩ বা ৪ বার তাজা রসুন কিংবা পেঁয়াজের রস লাগাবেন আক্রান্ত স্থানে। দাগ দূর হবে ও নতুন কোষ হতে সাহায্য করবে।

কাটা দাগ দূর করার ক্রিম

আমরা কোন পণ্যের প্রচার বা বিক্রয়ের উদ্দেশ্যে কাটা দাগ দূর করার ক্রিম শেয়ার করছিনা বরং নিতান্তই পাঠকের উপকারের কথা চিন্তা করে এগুলো তুলে ধরা হলো। তাছাড়া নিচে উল্লেখিত যেকোন জেল বা ক্রিম ব্যবহারের আগে একজন চর্ম বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিবেন।

তথ্য গুলোর ভিত্তি

প্রথমত আমরা বিভিন্ন অনলাইন প্লাটফর্ম থেকে প্রকৃত ব্যবহারকারীর মতামত পর্যালোচনা করে সঠিক তথ্য সংগ্রহ করার চেষ্টা করেছি। সেই সাথে প্রডাক্টটির উৎপাদনকারী প্রতিষ্ঠানের থেকে কিছু তথ্য নিয়ে আপনাদের জন্য একটি পূর্ণঙ্গ আর্টিকেল তুলে ধরেছি।

স্কার রিমুভাল ক্রিম by St. Mege

ক্রিমটি বিভিন্ন প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি। তাই কোনো উদ্বেগ ছাড়াই ক্রিমটি ব্যবহার করতে পারেন। প্রতিদিন দিনে দুইবার একমাস ব্যবহার করলেই ফলাফল পাওয়া যাবে। কাটা, পোড়া, ব্রণ ও মেছতার দাগের জন্য খুব কার্যকর । এছাড়া এটি শরীরের স্পর্শকাতর স্কীনের জন্যও ব্যবহার করতে পারবেন। ব্যবহারের সময় খেয়াল রাখতে হবে ক্ষত স্থান ব্যতীত অন্য জায়গাতে যেন এটি না লাগে। এছাড়াও ক্রিমটি ব্যবহারকালীন সময়ে রোদ বা সূর্যের আলো থেকে যেন না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে।

বহুমুখী ব্যবহারঃ দাগ দূর করা এই ক্রিমটি অস্ত্রোপচারের দাগ, ব্রণের দাগ, ফাটা চামড়া, পোড়া স্থানের দাগ দূর করার জন্য ব্যবহার করতে পারবেন।

কোথায় পাবেনঃ প্রথমত আপনার নিকটস্থ ফার্মেসীতে যোগাযোগ করুন। বাংলাদেশের কোন অনলাইন শপে পাওয়া যাচ্ছে না বিধায় নিচের লিংকে যেয়ে অর্ডার দিতে পারেন, এক্ষেত্রে প্রডাক্ট হাতে পেতে ১০-৩০ দিন সময় লাগতে পারে।

এডব্লিউ মেডিক্যাল সিলিকন জেল

এটি উন্নত সিলিকন জেল দিয়ে তৈরি একটি কার্যকর অ্যান্টি-স্কারিং ক্রিম। এতে রয়েছে সিলিকন এবং ভিটামিন ই যা কাটা বা দাগ সম্বলিত চামড়াতে নতুন ত্বক তৈরিতে সহায়তা করে। এছাড়া ক্রিমটি ক্ষত স্থানের অস্বস্তি এবং চুলকানি কমাতে বেশ কাজ করে।

নিরাপদ এবং কার্যকরীঃ ক্রিমটি শরীরের যে কোনও অংশে ব্যবহার করা নিরাপদ ও অস্বস্তি মুক্ত । বিষাক্ত না হওয়ায় শিশুদের এবং সংবেদনশীল ত্বকে নিরাপদে ব্যবহার করতে পারবেন। জ্বালা বা লালভাব ছাড়াই ব্রণের দাগ দূর করতে সাহায্য করুন।

ব্যবহারঃ ক্রিমটি লাগানোর জায়গা ভালো করে পরিষ্কার করে সামান্য পরিমাণ জেল আক্রান্ত স্থানে দিয়ে ৩-৫ মিনিট ভালো করে ঘষতে । ভালো ফল পেতে দিনে ২-৩ বার লাগাবেন। নতুন দাগ ৮ সপ্তাহ এবং পুরাতন দাগ দূর হতে প্রায় ৩-৬ মাস লেগে যায়।

কোথায় পাবেনঃ প্রথমত আপনার নিকটস্থ ফার্মেসীতে যোগাযোগ করুন। বাংলাদেশের কোন অনলাইন শপে পাওয়া যাচ্ছে না বিধায় নিচের লিংকে যেয়ে অর্ডার দিতে পারেন, এক্ষেত্রে প্রডাক্ট হাতে পেতে ১০-৩০ দিন সময় লাগতে পারে।

ডারমা ই স্কার জেল

এটি স্কীন থেরাপি জেল হিসেবে ব্যবহার করা হয় যা ক্লিনিক্যাল ভাবে প্রমাণিত। এই জেল স্কীনের দাগ দূর করে ত্বককে নরম, মসৃণ এবং আবেদনময়ী করে তোলে। উৎপাদক প্রতিষ্ঠানের দাবী মতে এটি ১০০% ভেজালমুক্ত নিরাপদ প্রডাক্ট। মাত্র ২ সপ্তাহ নিয়মিত ব্যবহারেরই ব্রণের কালো দাগ অনেকটাই দূর হয়ে যায়।

ব্যবহারঃ সেরা ফলাফলের জন্য প্রতিদিন 2-3 বার দাগযুক্ত ত্বকে জেল দিয়ে ম্যাসাজ করুন।

সতর্কতাঃ আমাজন থেকে পণ্যটি কিনলে প্রডাক্ট হাতে পাওয়ার পরে খেয়াল রাখবেন প্রডাক্টের গায়ে সেফটি সিল ঠিকঠাক লাগানো আছে কিনা। কারণ বিক্রেতার ইনটেক প্রডাক্ট না দেওয়ার বেশ কিছু রেকর্ড রয়েছে।

কোথায় পাবেনঃ প্রথমত আপনার নিকটস্থ ফার্মেসীতে যোগাযোগ করুন। বাংলাদেশের কোন অনলাইন শপে পাওয়া যাচ্ছে না বিধায় নিচের লিংকে যেয়ে অর্ডার দিতে পারেন, এক্ষেত্রে প্রডাক্ট হাতে পেতে ১০-৩০ দিন সময় লাগতে পারে।

মুরাসাকি স্কার ক্রিম

Murasaki Beauty একটি উন্নত সিলিকন ক্রিম যা ক্লিনিক্যাল ভাবে পরীক্ষিত। এটি অস্ত্রোপচার, সি-সেকশন, ক্ষত, পোড়া, স্ট্রেচ মার্ক এবং প্রসাধনী ব্যবহারের কারণে সৃষ্ট ক্ষত থেকে ত্বক পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে সাহায্য করে। সেরা ফল পেতে নিয়মিত ৮ সপ্তাহ দিনে ২-৩ বার এবং অনেক পুরোনো দাগ হলে ৩-৬ মাস নিয়মিত ব্যবহার করতে হবে।

আপনার ডাক্তার বা সার্জন এটি ব্যবহার করার অনুমতি দিলে অবিলম্বে দাগ দূর করার জন্য ক্রিমটি ব্যবহার করা শুরু করুন। এটি ব্যবহারের প্রথম ১-২ দিন ত্বকে মৃদু চুলকাতে পারে তবে ২-৩ দিন পর ত্বক ক্রিমের সাথে মানিয়ে নিলে আর কোন পার্শ্বপতিক্রিয়া দেখা যাবেনা।

কোথায় পাবেনঃ প্রথমত আপনার নিকটস্থ ফার্মেসীতে যোগাযোগ করুন। বাংলাদেশের কোন অনলাইন শপে পাওয়া যাচ্ছে না বিধায় নিচের লিংকে যেয়ে অর্ডার দিতে পারেন, এক্ষেত্রে প্রডাক্ট হাতে পেতে ১০-৩০ দিন সময় লাগতে পারে।

তেতিয়ানা স্কার রিমুভার ক্রিম

আপনি যদি ইতিমধ্যে অন্য কোন প্রডাক্ট ব্যবহার করেও কাটা দাগ দূর করতে না পারেন তাহলে Tetyana Scar Removal ক্রিম টি ব্যবহার শুরু করুন আপনার দাগের উন্নতি হবে। বিশেষ করে প্লাস্টিক সার্জারি থেকে উৎপন্ন দাগ থাকলে প্রতি রাতে ব্যবহার করে ভালো ফল পাবেন। ক্রিমটি ব্যবহার করে পোড়া দাগ দূর করার প্রমাণ রয়েছে তাই আপনি পোড়া দাগ দূর করার জন্য ক্রিমটি ব্যবহার করতে পারবেন। এছাড়া মাতৃত্ব দাগ উঠাতেও ভালো কাজ করে থাকে।

সতর্কতাঃ প্রডাক্টটি ব্যবহারের সময় আপনার ত্বকে কিছুটা জ্বালা যন্ত্রণা করতে পারে।

কোথায় পাবেনঃ প্রথমত আপনার নিকটস্থ ফার্মেসীতে যোগাযোগ করুন। বাংলাদেশের কোন অনলাইন শপে পাওয়া যাচ্ছে না বিধায় নিচের লিংকে যেয়ে অর্ডার দিতে পারেন, এক্ষেত্রে প্রডাক্ট হাতে পেতে ১০-৩০ দিন সময় লাগতে পারে।

সিকাট্রিকিউর ফেস ও বডি স্কার জেল

আপনি যদি কম টাকায় ভালো মানের দাগ দূর করা জেল খুঁজে থাকেন তাহলে আপনার জন্য এটি নিতে পারেন। কারণ এই জেলটি আপনার মুখ বা শরীরের অন্য কোন ত্বকের দাগ দূর করার জন্য বেশ ভালো কাজ করে। সম্ভব হলে জেল লাগানো স্থানে সিলিকনের scar টেপ লাগালে তুলনামূলক ভালো ফল পাওয়া যাবে।

এই জেল এর উপাদান গুলোর মধ্যে ক্ষতিকর কোন উপাদান না থাকায় এটি ব্যবহারে আপনি অন্যান্য জেল বা ক্রিমের তুলনায় বেশি স্বাচ্ছন্দ বোধ করবেন। দিনে ৩-৪ বার পর্যন্ত ত্বকে লাগাতে পারেন তবে রাতে ঘুমানোর আগে অবশ্যই এটির ব্যবহার করতে হবে।

সিজার, সার্জারি, কাটা, দুর্ঘটনায় ড্যামেজ স্ক্রীনের দাগ দূর করতে মাত্র ২ সপ্তাহ ব্যবহার করেই এটির রেজাল্ট দেখতে পাবেন।

কোথায় পাবেনঃ প্রথমত আপনার নিকটস্থ ফার্মেসীতে যোগাযোগ করুন। বাংলাদেশের কোন অনলাইন শপে পাওয়া যাচ্ছে না বিধায় নিচের লিংকে যেয়ে অর্ডার দিতে পারেন, এক্ষেত্রে প্রডাক্ট হাতে পেতে ১০-৩০ দিন সময় লাগতে পারে।

অর্গপিউর অর্গানিক স্কার রিমুভিং জেল

এটি মূলত মার্কিন যুক্তরাষ্টের মানুষের কথা ভেবে তৈরি করা হয়েছে। এটি ব্যবহারের ফলে দাগের টিস্যু ভেঙ্গে দাগের চিহ্ন হ্রাস করে, ত্বককে মসৃণ এবং দাগহীন করে। এটির মূল উপাদান বিভিন্ন প্রকার ভেষজ উদ্ভিদ যা নিরাপদে যেকোন ধরণের ত্বকে ব্যবহার করা যায়।

স্কার জেল সিলিকন স্কার জেল

এর কাজের গতি অন্যান্য ক্রিম/জেল এর তুলনায় কিছুটা ধীর। তবে সার্জারি বা অপারেশনের কাটা দাগ দূর করতে এই জেল বেশ ভালো কাজ করে থাকে। এই জেলটি অন্যান্য জেলের মতো খুব বেশি আঠালো না হওয়ায় ব্যবহারে বেশ স্বাচ্ছন্দ বোধ হবে। তবে ইতিমধ্যে জেলটির কার্যকরী ক্ষমতা প্রমাণিত হওয়ায় কিছু অসাধু ব্যবসায়ী এই প্রডাক্টের কপি প্রডাক্ট উৎপাদন করে তা বাজারে বিক্রি করছে তাই কেনার আগে একটু ভালো করে যাচাই করে নিবেন। আর বিশ্বস্ত কোন বিক্রেতার কাছ থেকে প্রডাক্টটি ক্রয় করার চেষ্টা করুন।

কোথায় পাবেনঃ প্রথমত আপনার নিকটস্থ ফার্মেসীতে যোগাযোগ করুন। বাংলাদেশের কোন অনলাইন শপে পাওয়া যাচ্ছে না বিধায় নিচের লিংকে যেয়ে অর্ডার দিতে পারেন, এক্ষেত্রে প্রডাক্ট হাতে পেতে ১০-৩০ দিন সময় লাগতে পারে।

হানিডিউ ব্লেমিশ ক্রিম by Honeydew

মুখের নতুন কিংবা পুরোনো দাগ এবং স্ট্রেচ মার্কের জন্য হানিডিউ ক্রিমটি ব্যবহার করতে পারেন। তবে মনে রাখতে হবে এটি শুধুমাত্র মুখের দাগ দূর করার কাজে ব্যবহার করতে পারবেন। দাগ দূর করার ক্রিম দিয়ে আপনার ত্বক থেকে দাগ দূর করে আপনাকে একটা ফ্রেশ মানসিকতা উপহার দিবে। তবে ক্রিমটি অনেকে বডিতে লোশন হিসেবেও ব্যবহার করে থাকেন।

কোথায় পাবেনঃ প্রথমত আপনার নিকটস্থ ফার্মেসীতে যোগাযোগ করুন। বাংলাদেশের কোন অনলাইন শপে পাওয়া যাচ্ছে না বিধায় নিচের লিংকে যেয়ে অর্ডার দিতে পারেন, এক্ষেত্রে প্রডাক্ট হাতে পেতে ১০-৩০ দিন সময় লাগতে পারে।

রুপচর্চা সম্পর্কিত সকল আর্টিকেল এখানে পড়ুন

5 Comments

  1. Right here is the perfect site for anyone who would like to find out about this topic.

    You know so much its almost hard to argue with you (not that I really will need to…HaHa).
    You definitely put a brand new spin on a subject
    that’s been written about for many years. Great stuff, just wonderful!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button